Advertisement
E-Paper

নৌকা বিগড়ে সমুদ্রে ১৭ দিন

বঙ্গোপসাগরে চক্কর কাটতে কাটতেই টহলদার ডর্নিয়ের বিমানে থাকা ‘অবজার্ভার’-এর নজর পড়েছিল একটা মাছধরা নৌকায়। আরও খুঁটিয়ে দেখতেই পর্যবেক্ষক বুঝতে পারেন, নৌকার ছাদে উঠে ক্রমাগত হাত নেড়ে চলেছেন ৪-৫টি লোক! বিপদ যে একটা ঘটেছেই, বুঝতে অসুবিধা হয়নি ওই অভিজ্ঞ অফিসারের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৪৩
বেহাল নৌকা ও উদ্ধারকারী জাহাজ। বিপন্ন ধীবরদের শনিবার এই জাহাজেই আনা হচ্ছে হলদিয়ায়। ছবি উপকূলরক্ষী বাহিনীর  সৌজন্যে।

বেহাল নৌকা ও উদ্ধারকারী জাহাজ। বিপন্ন ধীবরদের শনিবার এই জাহাজেই আনা হচ্ছে হলদিয়ায়। ছবি উপকূলরক্ষী বাহিনীর সৌজন্যে।

বঙ্গোপসাগরে চক্কর কাটতে কাটতেই টহলদার ডর্নিয়ের বিমানে থাকা ‘অবজার্ভার’-এর নজর পড়েছিল একটা মাছধরা নৌকায়। আরও খুঁটিয়ে দেখতেই পর্যবেক্ষক বুঝতে পারেন, নৌকার ছাদে উঠে ক্রমাগত হাত নেড়ে চলেছেন ৪-৫টি লোক! বিপদ যে একটা ঘটেছেই, বুঝতে অসুবিধা হয়নি ওই অভিজ্ঞ অফিসারের।

বিমান থেকেই খবর পৌঁছে যায় উপকূলরক্ষী বাহিনীর কন্ট্রোল রুমে। এবং সেই খবর পেয়েই বাহিনীর কলকাতা আঞ্চলিক দফতরের ডিআইজি এস এস দাসিলা আঁচ করতে পারেন, এটা বোধ হয় সেই নৌকাটাই! কোন নৌকাটা?

উপকূলরক্ষী বাহিনী সূত্রের খবর, ১৫ জুন অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে মাছ ধরতে সমু্দ্রে গিয়েছিল একটি নৌকা। তাতে ছিলেন ছ’জন মৎস্যজীবী। ঠিক ছিল, ১৮ জুন মছলিপত্তনমে ফিরবে নৌকাটি। কিন্তু ফেরেনি। নৌকার সঙ্গে কোনও ভাবে যোগাযোগও করতে পারেনি বাহিনী ও অন্ধ্রপ্রদেশ প্রশাসন। কোনও বিপদ ঘটেছে, এটা আঁচ করে নৌকাটির সম্পর্কে খবর এসেছিল বাহিনীর কলকাতা আঞ্চলিক দফতরে (ওড়িশা উপকূল তাদেরই অধীনে)।

উপকূলরক্ষী বাহিনীর কলকাতা আঞ্চলিক দফতরের মুখপাত্র অ্যাসিস্যান্ট কম্যান্ডান্ট অভিনন্দন মিত্র জানান, বৃহস্পতিবার দুপুরে খবর আসার পরেই নৌকাটিকে উদ্ধার করার জন্য পাঠানো হয় সাগরে টহলদার জাহাজ আইসিজিএস রাজকিরণকে। শুক্রবার সকালে সেই নৌকার কাছে পৌঁছয় জাহাজটি। সাগরের পরিস্থিতি খারাপ থাকায় তড়িঘড়ি ছ’জনকে তুলে নেওয়া হয় জাহাজে। তাঁদের জন্য খাবারদাবার এবং প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়। ওই ছ’জনকে নিয়ে হলদিয়া বন্দরের দিকে রওনা দিয়েছে রাজকিরণ। আজ, শনিবার বেলা ১১টা নাগাদ সেটি হলদিয়ায় পৌঁছবে।

নৌকাটির এই হাল কেন? প্রাথমিক ভাবে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ওই মাছধরা নৌকার ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। জ্বালানি আর বিদ্যুৎ ব্যবস্থাও কাজ করছিল না। গত ২২ জুনও পারাদ্বীপের কাছে একটি মাছধরা নৌকা বিকল হয়ে পড়েছিল। সেই সময় একটি জোরালো নিম্নচাপের কারণে সাগর অশান্ত ছিল। খবর পেয়ে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ওই নৌকা এবং ছ’জন মৎস্যজীবীকে উদ্ধার করেছিল। বাহিনীর কর্তারা বলছেন, সাগরে গিয়ে নৌকা বিগড়ে বিপদে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তাই মাছ ধরতে সমুদ্রে যাওয়ার আগে প্রশাসন ও রক্ষী বাহিনীকে জানিয়ে রাখা প্রয়োজন। কোনও রকম সমস্যা হলে বাহিনীর টোল-ফ্রি নম্বরে (১৫৫৪) যোগাযোগ করা উচিত।

boat DIG Haldia fisherman bay of bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy