Advertisement
E-Paper

কাশ্মীরে মৃত দুই বাঙালির দেহ এল কলকাতায়! সন্তানকে নিয়ে বিতানের স্ত্রী বললেন, ‘চোখের সামনে ওর বাবাকে মেরেছে’

বুধবার সন্ধ্যা ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় বেহালা এবং পাটুলির দুই বাসিন্দার দেহ। পুরুলিয়ার ঝালদার মনোরঞ্জনের দেহ রাঁচী হয়ে বাংলায় আসার কথা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২০:১৪
কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহত পর্যটকদের কফিনবন্দি দেহ ফিরল কলকাতায়।

কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহত পর্যটকদের কফিনবন্দি দেহ ফিরল কলকাতায়। ছবি: সংগৃহীত।

কাশ্মীরের জঙ্গিহানায় নিহত কলকাতার তরুণদের দেহ এসে পৌঁছাল দমদম বিমানবন্দরে। মৃতদের মধ্যে দু’জনের বাড়ি কলকাতায়, অপর জনের পুরুলিয়ায়। বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর দেহ বুধবার রাত ৮টা নাগাদ দমদমে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রের দেহ রাঁচী বিমানবন্দরে আসার কথা।

বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর কয়েক দিন আগেই পরিবারকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের। ফিরলেনও। কিন্তু স্বামীকে কফিনবন্দি অবস্থায় নিয়ে ফিরতে হল তাঁর স্ত্রী শবরীকে। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারের গুলি করে খুন করেছে জঙ্গিরা।

পাটুলির বিতানও স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরেও বাড়িতে ফোন করেছিলেন। কথা হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে। তখনও পরিবারের সঙ্গে আনন্দে ঘুরছিলেন, প্রাকৃতিক শোভা উপভোগ করছিলেন বিতান। কিন্তু তার কিছু সময় পরেই বদলে যায় পরিস্থিতি। সোহিনীর সামনেই জঙ্গিদের গুলিতে নিহত হন বিতান। বুধবার সন্ধ্যায় তাঁর দেহও ফিরেছে কলকাতায়। বিমানবন্দরে পৌঁছানোর পরে বিতানের স্ত্রী সোহিনী সন্তানকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বললেন, “ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে।”

পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন কর্মসূত্রে হায়দরাবাদে থাকতেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিতে কাজ করতেন তিনি। আগে থাকতেন রাঁচীতে। সেখান থেকেই সম্প্রতি বদলি হয়ে যান হায়দরাবাদে। সেখান থেকেই গত ১৫ এপ্রিল পরিবারকে নিয়ে ভ্রমণে বেরোন মণীশ। অযোধ্যা, হরিদ্বার ঘুরে কাশ্মীরে যান। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁরও। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মণীশের দেহ রাঁচীতে আসবে। বাকি দু’জনের দেহ আসবে কলকাতায়।

বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কলকাতার দুই বাসিন্দার দেহ নিয়ে বিমান পৌঁছানোর কথা ছিল দমদম বিমানবন্দরে। তবে সময়ের কিছু আগেই বিমান পৌঁছে যায় দমদম বিমানবন্দরে। বিতান এবং সমীরের দেহ বিমানবন্দর থেকে শববাহী শকটে করে তাঁদের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

Jammu and Kashmir Pahalgam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy