বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। তার মধ্যে কাজে যোগ না-দিলে পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের। সাসপেন্ড করার মতো পদক্ষেপ করা হবে বলেও তারা জানিয়েছে। কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কাজে যোগ না-দিলে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, কয়েকটি জেলায় বিএলও-রা এসআইআর প্রক্রিয়ায় এখনও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা নানা বাহানা দিচ্ছেন। জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে বিএলও-দের বিষয়টি খতিয়ে দেখতে। সেইমতো মুর্শিদাবাদ-সহ কয়েকটি জেলায় বিএলও-দের সময় বেঁধে দেওয়া হয়েছে।
রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনও পর্যন্ত বিএলও-দের নিয়ে মাথাব্যথা কমিশনের। রাজ্যের ৮০ হাজারের বেশি বুথে বিএলও নিয়োগ করা হলেও, কিছু জায়গায় পদ শূন্য রয়েছে। সেখানে নিয়োগ করা যাচ্ছে না। এসআইআর নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হতেই অনেকে আর কাজ করতে ইচ্ছুক নন। সিইও দফতর সূত্রে খবর, কয়েকটি জায়গায় বিএলও নিয়ে সমস্যা রয়েছে। সেই সমস্যা দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই অবস্থায় কমিশনের এক আধিকারিকের ব্যাখ্যা, এটি একটি সরকারি কাজ। রাজ্য সরকার ওই কর্মীদের নির্বাচনের কাজ করার জন্য নিয়োগ করেছে। কাজ করব না, এটা বলতে পারেন না। নিয়োগপত্র না নিলে কমিশন প্রথমে সাসপেন্ডের মতো পদক্ষেপ করতে পারে।
এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে মূল কাজ করবেন বিএলও-রা। এনুমারেশন ফর্ম নিয়ে তাঁরাই যাবেন। এই অবস্থায় কোনও বুথে বিএলও নিয়োগ না হওয়ায় চিন্তায় কমিশন। বুধবার কমিশনের আধিকারিকরা ডিইও, ইআরও এবং এইআরও-দের প্রশিক্ষণ দেন। সেখানেই বিএলও নিয়োগের প্রসঙ্গটি উঠে আসে। তার পরেই কমিশন ডিইও-দের নির্দেশ দ্রুত ওই নিয়োগ শেষ করতে হবে। এর আগেও কাজ করতে না চাওয়ায় এক হাজারের বেশি বিএলও-কে শোকজ করেছিল কমিশন। এখন নির্দেশে কাজ না হলে সরাসরি সাসপেন্ড করার দিকে যাচ্ছে কমিশন।