Advertisement
E-Paper

১০ বছর পেরিয়েও মেয়েকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন রানি-আদিত্য, বড় হয়ে কী হবে আদিরা? জানালেন অভিনেত্রী

মেয়ে বড় হয়ে মায়ের মতো অভিনেত্রী হবে না কি বাবার মতো ব্যবসার গুরুদায়িত্ব সামলাবে? পরিকল্পনার কথা জানালেন রানি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১২:০৬
Rani Mukerji Shares Her Plan About Her Daughter Adira Future

মেয়ে আদিরাকে নিয়ে কী পরিকল্পনা রানির? ছবি: সংগৃহীত।

২০১৫ সালে মা হন রানি মুখোপাধ্যায়। রানি ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরার বয়স ১০ বছর। আদিত্য প্রচারবিমুখ। মেয়েকেও সে ভাবেই বড় করতে চান। তাই অন্যান্য তারকাসন্তানের মতো আদিরা সমাজমাধ্যমে একেবারেই জনপ্রিয় নয়। এতগুলো বছর কেটে গেলেও মেয়েকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন রানি। মেয়ে বড় হয়ে মায়ের মতো অভিনেত্রী হবে না কি বাবার মতো ব্যবসার গুরুদায়িত্ব সামলাবে? পরিকল্পনার কথা জানালেন রানি।

বাবা-মা খ্যাতনামী হলে তাঁদের খ্যাতির আলোয় প্রতিফলিত হয় সন্তান। অনেক তারকাসন্তান ছোটবেলা থেকেই আর পাঁচটি শিশুর তুলনায় আলাদা খাতির পায়। এই ব্যাপারটি একেবারেই অপছন্দ রানির। তিনি নাকি মেয়েকে ‘সাধারণ’ জীবনের স্বাদ দিতে চান। শুধু তিনিই নন, আদিত্যও এ বিষয়ে একমত। এখনই প্রচারের আলোয় এনে মেয়েকে বিব্রত করতে চান না তাঁরা।

তবে রানি জানান, মেয়ের মধ্যে তিনি শ্বশুর যশ চোপড়ার ছায়া দেখতে পান। এ ছাড়াও আদিরার লেখার হাতও ভাল। রানির কথায়, ‘‘আপাতত মেয়ে তাইকোন্ডো শিখছে। ও মানসিক ভাবে দৃঢ় মানুষ হয়ে উঠছে। ও জীবনে যা-ই করুক না কেন, আমি ওর পাশে থাকব।’’ পাশপাশি রানি জানান, যে কোনও মানুষের জীবনে খুশি থাকাটা খুব দরকার। নিজে খুশি থাকলে, তবেই সে আশেপাশের মানুষকে ভাল রাখতে পারবে।

Rani Mukerji Adira Aditya Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy