ক্রিপ্টোকারেন্সিতে ৪৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল খোদ ব্যাঙ্ক ম্যানেজারকে। মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার অপরাধদমন শাখা। অভিযোগ, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন তিনি। গত ৫ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সৌরভ মণ্ডল। তিনি বহরমপুরের বাসিন্দা এবং একটি বেসরকারি ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার। গত ৫ ফেব্রুয়ারি তাঁর খোঁজে মুর্শিদাবাদে হানা দিয়েছিল সিআইডির সাইবার অপরাধদমন শাখার একটি দল। শমসেরগঞ্জ থেকে ধরা হয় সৌরভকে। অভিযোগ, দিনের পর দিন গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন তিনি।

প্রতারণার অভিযোগে গ্রেফতার ব্রাঞ্চ ম্যানেজার সৌরভ মণ্ডল। —নিজস্ব চিত্র।
কী কৌশলে প্রতারণা?
পুলিশ জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে প্রতারণার জাল বিস্তার করেছিলেন সৌরভ। টাকা সংগ্রহের জন্য তিনি কিছু কাল্পনিক অ্যাকাউন্ট খুলেছিলেন। ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা প্রথমে যেত সেই কাল্পনিক এবং ভুয়ো অ্যাকাউন্টগুলিতে। তার পর সেখান থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে নিতেন অভিযুক্ত। নিয়মিত এই কাজ তিনি করতেন।
এই সংক্রান্ত একটি প্রতারণার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেন সাইবার থানার আধিকারিকেরা। তাঁরা তদন্ত শুরু করেন এবং জানতে পারেন খোদ ব্যাঙ্কের ম্যানেজার প্রতারণার সঙ্গে জড়িত। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে তিনি মোট ৪৩ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এর আগে যাদবপুর থেকে স্টেট ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এক বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে তাঁর সই নকল করে অভিযুক্ত ১৭ লক্ষ টাকা তুলে নিয়েছিলেন বলে অভিযোগ। এ বার শমসেরগঞ্জেও অনুরূপ প্রতারণার অভিযোগ।