Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bratya Basu

Bratya Basu: রাজ্য ভাগ: ব্রাত্য বিঁধলেন বিজেপিকে 

দলীয় সাংসদ জন বার্লা পৃথক রাজ্যের দাবি তোলায় অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ০৪:১৭
Share: Save:

পৃথক রাজ্যের দাবির সঙ্গেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিজেপির তোলা অভিযোগ খারিজ করে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু সোমবার বলেন, ‘‘বিজেপির নেতারা বিভিন্ন সময় এ নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই তিনি রাজ্য ভাগ করতে দেবেন না।’’

দলীয় সাংসদ জন বার্লা পৃথক রাজ্যের দাবি তোলায় অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতাদের এক এক বার এক এক রকম মন্তব্যে জলঘোলাও চলছে। তাঁদের সেই অবস্থানকে এ দিন আক্রমণ করে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গের জন্য গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘‘২০১৪ সাল থেকে পাহাড়ে গোর্খাল্যান্ডের কথা বলে বিজেপি সেখানকার মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে। এ বারের নির্বাচনে কচুকাটা হওয়ার পরেও শিক্ষা হয়নি! বাংলার ইতিহাস, ঐতিহ্য না জেনে বিজেপি নেতারা পরস্পর-বিরোধী নানা রকম কথা বলছেন।’’

উত্তরবঙ্গের অনুন্নয়নের অভিযোগ খারিজ করে ব্রাত্য আরও বলেন, ‘‘তৃণমূল ক্ষমতায় আসার পরে উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক পর্ষদ গঠন হয়েছে। সম্প্রতি ২০২০-২১ সালে এই পর্ষদগুলির জন্য ৬৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’’ এ ছাড়াও, চা-শ্রমিকদের উন্নয়ন এবং উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন প্রকল্পে সরকারি উদ্যোগের উল্লেখ করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bratya Basu TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE