রাজ্যে কোনও বিশ্ববিদ্যালয়ে আর কয়েক দিনের বেশি অন্তর্বর্তী উপাচার্য থাকবেন না বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, ২৮ অগস্টের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চলে আসবেন। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সে-দিনই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি এবং বিকম চতুর্থ সিমেস্টারের পরীক্ষা।
সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতে পরীক্ষার তারিখ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। তৃণমূল ছাত্র পরিষদ এবং রাজ্য উচ্চ শিক্ষা দফতরের প্রতিনিধিরা পরীক্ষার দিন বদলাতে তাঁকে অনুরোধ করলেও বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের নির্ঘণ্টের শৃঙ্খলা মেনে তাতে রাজি হননি শান্তা। এ দিন পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, “২৮ অগস্টের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চলে আসবেন।” কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ১৯টি বিশ্ববিদ্যালয়ে এখনও স্থায়ী উপাচার্য নেই। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন বিচারপতির উদয় উমেশ ললিতের সার্চ কমিটির মধ্যস্থতায় উপাচার্য ঠিক করার প্রক্রিয়া মেনেও সব বিশ্ববিদ্যালয়ে বিষয়টি চূড়ান্ত করা যায়নি। ১৭টি বিশ্ববিদ্যালয়ে অবশ্য স্থায়ী উপাচার্য আছে। বাকি ১৯টির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দে সায় দেননি রাজ্যপাল তথা আচার্য।
শীর্ষ কোর্টের নির্দেশে আগামী ১৯, ২০ এবং ২১ অগস্ট ফের স্থায়ী উপাচার্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বৈঠকে বসবে সার্চ কমিটি। এর পরেই স্থায়ী উপাচার্য ঠিক হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)