মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের যোগ্য উত্তরসূরি বলে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের অবস্থানে অনড় থেকে বুধবার তাদের পাল্টা আক্রমণ করলেন ব্রাত্য। সেই সূত্রেই তিনি বলেন, ‘‘আমি বলেছি, মমতা সব ধর্ম, বর্ণকে একসঙ্গে নিয়ে চলার কথা বলেন। তাই আমি ওই কথা বলেছি।’’ দুই বিরোধী দলের নাম করে তিনি এ দিন বলেন, ‘‘নাস্তিক সিপিএম বা সাম্প্রদায়িক বিজেপিকে প্রেম দেব না, তা কি হয়!’’ শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে বিরোধীদের সমালোচনা অবশ্য অব্যাহত। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘‘কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন চৈতন্যদেবের উত্তরসূরি, কখনও বলবেন মা সারদা। কখনও তাঁর পায়ের নীচে বিবেকানন্দ, কখনও রবীন্দ্রনাথের ছবি রাখবেন। এত তির্যক মনোভাব কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বললেই হয়। আমরা তা-ই মনে করি। আরও মনে করি, উনি সততার প্রতীক কিন্তু সেটা লেখেন না!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)