গানের আসর বসেছিল গ্রামে। গান শুনতে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েছিলেন মা-বাবা। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে যুবক পুত্রকে মৃত অবস্থায় পেলেন প্রৌঢ় দম্পতি। ঘটনাস্থল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জগন্নাথপুর এলাকা।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নরেশ মণ্ডল। বয়স ৩৩ বছর। সোমবার রাতে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জগন্নাথপুর গ্রামে একটি গানের অনুষ্ঠানের আসর বসেছিল। নরেশের মা-বাবা দু’জনেই গান শুনতে গিয়েছিলেন। বাড়িতে নরেশ একাই ছিলেন। বেশ কিছু ক্ষণ পর বাড়ি ফেরেন দম্পতি। ছেলেকে ডাকাডাকি করেও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই তাঁরা দেখেন, নরেশ গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সিলিং ফ্যান থেকে ঝুলছেন। দম্পতির চিৎকারে পড়শিরা ছুটে যান। কিন্তু তত ক্ষণে যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন যুবক। চিকিৎসাও চলছিল তাঁর। সেই অসুস্থতার জেরেই এমন চরম সিদ্ধান্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।