গুরুতর চোখের সমস্যায় ভুগছেন পারিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। অবিলম্বে তাঁর চিকিৎসার দাবি জানিয়েছে দলীয় নেতৃত্ব। সময়মতো চিকিৎসা না করা হলে স্থায়ীভাবে জেলবন্দি ইমরানের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানানো হয় পার্টির তরফ থেকে।
পার্টির তরফে সমাজমধ্যমে ইমরানের এই দুরাবস্থার কথা জানানো হয়। চিকিৎসকেরা জানান, ইমরানের এই চোখের সমস্যা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর। এই রোগের চিকিৎসা সময়মতো না করা গেলে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারাতে পারেন তিনি। জেল কর্তৃপক্ষের তরফে জেল প্রাঙ্গনে চিকিৎসা করানোর কথা জানানো হয়। কিন্তু চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দেন যে, এই রোগের চিকিৎসার জন্য যে রকম সরঞ্জাম এবং চিকিৎসাকেন্দ্রের প্রয়োজন তা জেলে করা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০২৩ সালে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির কারণে ইমরানের জেল হয়। তার পর ২০২৪ সালে এক বার তাঁর চিকিৎসককে স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। তারপর তাঁর এই ডাক্তার-সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা জারি করে কোর্ট।