Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লগ্নি-কাণ্ডে ফুটেজ-সহ হাজিরার নির্দেশ খারিজ

ভাঙচুরের মামলায় লগ্নিকারীদের একটি আবেদনের শুনানিতে আলিপুরের ওই ম্যাজিস্ট্রেট কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারকে আইনমাফিক কাজ করারও নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি প্রসাদ এ দিন সেই নির্দেশও খারিজ করে দেন। 

কলকাতা হাইকোর্টে খারিজ রোজ ভ্যালি কাণ্ডে সিবিআই আধিকারিককে সিসিটিভি ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ।

কলকাতা হাইকোর্টে খারিজ রোজ ভ্যালি কাণ্ডে সিবিআই আধিকারিককে সিসিটিভি ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৪
Share: Save:

অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির হোটেল ভাঙচুরের মামলায় সিবিআই অফিসার ব্রতীন ঘোষালকে আলিপুর আদালতে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ মঙ্গলবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন।

ভাঙচুরের মামলায় লগ্নিকারীদের একটি আবেদনের শুনানিতে আলিপুরের ওই ম্যাজিস্ট্রেট কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারকে আইনমাফিক কাজ করারও নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি প্রসাদ এ দিন সেই নির্দেশও খারিজ করে দেন।

কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ এবং সিবিআইয়ের আইনজীবী অমজিৎ দে জানান, ২০১৭ সালে রোজ ভ্যালির ওই হোটেলে এক দল আমানতকারী ভাঙচুর চালান বলে বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্ত চলাকালীন নারায়ণ চন্দ-সহ কয়েক জন লগ্নিকারী আলিপুর আদালতে আবেদন জানান, রোজ ভ্যালির বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যে-তদন্ত করছে, তার নথি সরবরাহের নির্দেশ দেওয়া হোক। আদালত ২০১৭ সালের ২৩ অক্টোবর তদন্তকারী অফিসারকে আইন মোতাবেক কাজ করার নির্দেশ দেয়।

সিবিআইয়ের আইনজীবী জানান, ওই আমানতকারীরা ২০১৮ সালের ৩০ অগস্ট আবার একটি আবেদন করেন আলিপুর আদালতে। সেই আবেদনে অভিযোগ করা হয়, সিবিআইয়ের তদন্তকারী অফিসার ব্রতীন ঘোষাল জিজ্ঞাসাবাদের নামে তাঁদের হয়রান করছেন। আলিপুর আদালত গত বছরের ২৮ সেপ্টেম্বর সিবিআইয়ের ওই অফিসারকে নির্দেশ দেয়, জিজ্ঞাসাবাদের ভিডিয়ো ফুটেজ নিয়ে আদালতে হাজির হতে হবে। আলিপুর আদালতের দু’টি নির্দেশ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই।

অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সেই মামলায় রাজ্য সরকার সারদা গোষ্ঠীর তদন্তের বিষয়ে সিবিআইয়ের তিনটি নোটিস বিচারপতি প্রসাদের আদালতে পেশ করে জানায়, আইপিএস অফিসার অর্ণব ঘোষ-সহ রাজ্যের তিন পুলিশ অফিসারকে সিবিআই নভেম্বরে ডেকে পাঠিয়েছে। নোটিস ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করে রাজ্য সরকার। বিচারপতি প্রসাদ ডিসেম্বরে তিনটি নোটিসের উপরে স্থগিতাদেশ জারি করেন। সারদা সংক্রান্ত মামলার আবেদন সম্পর্কে বিচারপতি প্রসাদ এ দিন জানান, ওই নোটিসের সময়কাল শেষ হয়ে গিয়েছে। তাই আবেদনের নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিকবাবু জানান, এই মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ায় সিবিআই চাইলে ওই তিন অফিসারকে তলব করে ফের নোটিস পাঠাতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Rosevalley Rose Valley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE