সুপ্রিম কোর্টে সিবিআই-এর দেওয়া তালিকায় ‘দাগি’ হিসেবে চিহ্নিত, কিন্তু ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাননি এমন প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, সিবিআই তদন্ত অনুযায়ী যে সব চাকরিপ্রার্থীর ওএমআর-এ গরমিল রয়েছে, কিন্তু তাঁরা নিয়োগপত্র পাননি, সেই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এর পাশাপাশি কমিশনের সুপারিশ ছাড়া যে সব নিয়োগ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, সেই তালিকা তলব করেছেন বিচারপতি অমৃতা সিংহ। তাঁর নির্দেশ, আদালতে রিপোর্ট আকারে এই তথ্য দিতে হবে পর্ষদকে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে কমিশন হলফনামা দিয়ে জানিয়েছিল তাদের সুপারিশ ছাড়াও কিছু চাকরিপ্রার্থীর নিয়োগ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জানুয়ারি।
এ দিন চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে হওয়া মামলাগুলির শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। মামলাকারীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, কমিশনের সুপারিশ ছাড়াও অতিরিক্ত নিয়োগের তালিকা প্রকাশ করেনি মধ্যশিক্ষা পর্ষদ। ২০১৬ সালের অপেক্ষারত 'দাগি’ চাকরিপ্রার্থীদের তালিকাও প্রকাশের আর্জি জানান তিনি।
২০১৬-র মেয়াদ পেরিয়ে যাওয়া প্যানেল থেকে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের তালিকা এ দিন আদালতে জমা দেয় কমিশন। সেই মামলায় মেয়াদ পেরোনো প্যানেল থেকে নিয়োগ ‘অবৈধ’ ও চলতি নিয়োগে ‘দাগি’-দের সুযোগ দেওয়া হচ্ছে বলে মামলাকারীদের একাংশের কৌঁসুলি সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)