পোষ্য কুকুরদের প্রজনন ও কেনাবেচা বিষয়ে যে দু’টি আইন রয়েছে, তার প্রয়োগ কী ভাবে হবে তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে এ ব্যাপারে তার সম্ভাব্য পদক্ষেপ কোর্টে জমা দিতে হবে। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে এই নির্দেশ দেন। রাজ্যের আইনজীবী তপনকুমার মুখোপাধ্যায় জানান, কোর্টের আগের নির্দেশ অনুযায়ী ২০১৭ সালের প্রিভেনশন অ্যান্ড ক্রুয়েলটি টু অ্যানিম্যালস (ডগ ব্রিডিং অ্যান্ড মার্কেটিং) রুলস এবং ২০১৮ সালের প্রিভেনশন অ্যান্ড ক্রুয়েলটি টু অ্যানিম্যালস (পেট শপ) রুলসের বিষয়ে গত বছরের ডিসেম্বরে জনসচেতনতা কর্মশালার আয়োজন করেছিল প্রাণিসম্পদ উন্নয়ন দফতর।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই নিয়মাবলি রাজ্যকেই প্রয়োগ করতে হবে। দু’সপ্তাহ পরে শুনানি। সেই দিন নিজের অবস্থান জানাবে রাজ্য। মামলাকারী একটি স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী রৈবত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০১৭ এবং ২০১৮ রুলস প্রয়োগের ক্ষেত্রে কোনও পদক্ষেপ করছে না রাজ্য। তার ফলে আইন না মেনেই চলছে পোষ্য কুকুরদের বিকিকিনি এবং প্রজনন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)