আরজি করের ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। সেই মামলা থেকে অব্যাহতি নিলেন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
সোমবার তিনি জানান, ওই ঘটনায় পুনরায় তদন্ত চেয়ে মামলা করেছে পরিবার। সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারাধীন রয়েছে। সেই বেঞ্চেই শুনানি করা যেতে পারে। তাই তিনি মামলাটি থেকে অব্যাহতি নিচ্ছেন।
এর আগে ঘটনাস্থল দেখতে চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার মা-বাবা। তখন হাই কোর্ট বলেছিল নিম্ন আদালতে যেতে। সেইমতো শিয়ালদহ আদালতে আবেদন করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আপত্তি না-থাকা সত্ত্বেও পরিবারের আবেদন খারিজ করে দিয়েছিল শিয়ালদহ আদালত।
প্রসঙ্গত, সেখানেই আরজি করে ধর্ষণ-খুনের মামলার শুনানি হয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায় ওই আদালতেই দোষী সাব্যস্ত হয়েছেন। শিয়ালদহ আদালত তাঁকে আজীবন কারাবাসের নির্দেশও দিয়েছে। কিন্তু নির্যাতিতার বাবা-মা কেন ঘটনাস্থল পরিদর্শন করতে চান, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিয়ালদহ আদালতের বিচারক। পরে তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হয়।
নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে ফের নির্যাতিতার পরিবার হাই কোর্টের দ্বারস্থ হন। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ঘোষ।