Advertisement
০১ মে ২০২৪
Calcutta High Court

সাত মাস ধরে নাবালিকা নিখোঁজের তদন্তে সিবিআই, রাজ্য পুলিশের গাফিলতি দেখছে কলকাতা হাই কোর্ট

অভিযোগ উঠেছে, নাবালিকার নিখোঁজ হওয়ার নেপথ্যে শাসকদলের বিধায়ক-সহ প্রভাবশালীরা যুক্ত। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

image of high Court

কলকাতা হাই কোর্ট। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৫
Share: Save:

সাত মাস ধরে নিখোঁজ নাবালিকা। বর্ধমানের খন্ডঘোষের ওই নাবালিকা নিখোঁজের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের পর্যবেক্ষণ, গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে।

অভিযোগ উঠেছে, নাবালিকার নিখোঁজ হওয়ার নেপথ্যে শাসকদলের বিধায়ক-সহ প্রভাবশালীরা যুক্ত। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এর পর গত ১৫ জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পুলিশের হাতে মামলা থাকাকালীন দু’জন গ্রেফতার হয়েছিলেন। কিন্তু ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় পরের দিনই জামিন পেয়ে যায় দুই ধৃত। অভিযোগ, জামিন পেয়ে যাওয়া দু’জন স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ। গোটা ঘটনার পিছনে শাসকদলের প্রভাবশালীদের হাত দেখছেন অভিযোগকারীরা। সিআইডি মামলা হাতে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

হাই কোর্টের পর্যবেক্ষণ, গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে। মেয়েটিকে ভিনরাজ্যে বা প্রতিবেশী দেশে পাচার করা হয়ে থাকলে সেটাও সিবিআইকে তদন্ত করতে হবে বলে মনে করছে আদালত। আগামী ১৩ মার্চ মামলার পরবর্তী শুনানি। সে দিন সিবিআইকে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাই কোর্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court CBI CID
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE