মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু পরীক্ষা শিবিরে ছানির অস্ত্রোপচার করিয়ে চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের এজলাসে রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক বৃহস্পতিবার জানান, মেডিক্যাল বোর্ডের তদন্ত-রিপোর্টে ডাক্তারদের গাফিলতির প্রমাণ নেই। ১৪ জনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে বোর্ড দূষিত সরঞ্জামকে দায়ী করেছে। অস্ত্রোপচারের সরঞ্জাম বা ব্যবহৃত দ্রবণে জীবাণু থেকে এমন হতে পারে, জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
মামলাকারীদের আইনজীবী ঝুমা সেন জানান, তাঁর মক্কেল সংক্রমণের ফলে দৃষ্টিহীন হয়েছেন। তাঁর আর্জি, হাসপাতালের গাফিলতির বিরুদ্ধে পদক্ষেপ করে কোর্ট ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিক রাজ্যকে। বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য কমিশন। যাবতীয় নথি ও রিপোর্ট দিয়ে সেখানেই আবেদন করতে হবে মামলাকারীকে। মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি সিংহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)