আরএসপি-র ছাত্র সংগঠন পিএসইউ-র নতুন রাজ্য সম্পাদক ও সভাপতি হলেন যথাক্রমে দেবজ্যোতি দাস এবং কৌশিক ভৌমিক। মৌলালি যুবকেন্দ্রে সংগঠনের দু’দিনের রাজ্য সম্মেলন শেষে রবিবার ৩৫ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। কৌশিক এর আগে সংগঠনের রাজ্য সম্পাদক ছিলেন।
ছাত্র সংগঠন পিএসইউ -এর নতুন রাজ্য সম্পাদক ও রাজ্য সভাপতি। —নিজস্ব চিত্র।
শিক্ষাবিদ পবিত্র সরকার শনিবার পিএসইউ-র ২৩তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেছিলেন। অভর্থ্যনা কমিটির সভাপতি হিসেবে বক্তৃতা করেছেন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ, বার্তা দিয়েছেন বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতৃত্বও। পাশাপাশি, পিএসইউ-র সাধারণ সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লার বক্তব্যে উঠে এসেছে ছাত্র আন্দোলনের অভিমুখের বিষয়টি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)