বিজেপি নেতা অভিজিৎ সরকার খুনের ঘটনায় ফের বিচারকের অসন্তোষের মুখে পড়লেন সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসার। মঙ্গলবার বিচার ভবনের বিশেষ আদালতে শুনানি ছিল। মিন্টা দাস নামে এক অভিযুক্তের বদলে আরতি মল্লিক নামেরমহিলাকে সিবিআই দু-দু’বার সমন জারি করেছে বলে আদালতে জানান আরতির আইনজীবী ইয়াসিন রহমান। সিবিআইয়ের তদন্তকারীরা আরতির আঙুলের ছাপও নিয়েছেন বলেজানান তিনি।
এর পরে বিচারক বলেন, ‘‘এটি অবিবেচকের মতো আচরণ। অভিযুক্ত মিন্টা দাসের সব নথি ২২ আগস্ট আদালতে পেশ করতে হবে। তার পরে শুনানি হবে।’’ আদালত সূত্রের খবর, মিন্টা দাস এবং আরতি মল্লিক একই কলোনিতে থাকেন বলে এই ভুল করেছে সিবিআই।
সোমনাথ সরকার নামে ওই মামলার এক অভিযুক্ত এ দিন আদালতে আত্মসমর্পণ করে। তার আইনজীবী বলেন, ‘‘এফআইআরে সোমনাথের নাম নেই। ওই মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সোমনাথকে অভিযুক্ত দায়ের করা হয়েছে। সোমনাথের শর্তাধীন জামিনের আবেদন করা হচ্ছে।’’
সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘সিসি ক্যামেরার ফুটেজে সোমনাথকে হাতে বোমা নিয়ে যেতে দেখা যাচ্ছে। ঘটনার দিন বিজেপি পার্টি অফিস ভাঙার ঘটনায় সোমনাথ জড়িত।’’ বিচারক ওই ভিডিয়ো ফুটেজ যাচাই করা হয়েছে কি না জানতে চান। সিবিআইয়ের আইনজীবী ওই ফুটেজ যাচাই করা হয়েছে বলেই জানান। দু’পক্ষের বক্তব্য শুনে৪০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সোমনাথ সরকারের অন্তর্বর্তী জামিন বিচারক মঞ্জুর করেন বলে আদালত সূত্রে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)