চলতি মাসের শেষেই স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে সিবিআই। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি-র একাদশ-দ্বাদশ, নবম-দশম শ্রেণির শিক্ষক এবং গ্রুপ সি, গ্রুপ ডি-র শিক্ষাকর্মী নিয়োগ মামলায় এখনও পর্যন্ত ১৪টি চার্জশিট জমা পড়েছে।
তদন্তকারীরা জানাচ্ছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, মধ্য শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন সচিব সুবীরেশ ভট্টাচার্য ও অশোক সাহা এবং ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা নাইসা-র একাধিক আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। তা ছাড়া, নিয়োগ দুর্নীতিতে ২০ জনেরও বেশি মিড্লম্যান এবং এসএসসি-র কর্মচারী, আধিকারিকদের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে। ধাপে ধাপে, সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা পড়েছে। তদন্তকারীদের সূত্রে দাবি, এ বার মামলার চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া শুরুর জন্য ইতিমধ্যে রাজ্যপালের অনুমোদন পাওয়া গিয়েছে। কিন্তু এসএসসি-র বাকি আধিকারিকদের ক্ষেত্রে বিচার পর্ব শুরু করতে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও অনুমোদন মেলেনি। সম্প্রতি শীর্ষ কোর্ট ওই অনুমোদনের বিষয়ে দ্রুত হলফনামা দিয়ে বক্তব্য পেশের নির্দেশ দিয়েছে রাজ্যকে। রাজ্যের অনুমোদন মিললেই বিচার প্রক্রিয়ার বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিবিআই সূত্রের খবর, আপাতত চূড়ান্ত চার্জশিট প্রস্তুত করে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে। আর দিন দশেকের মধ্যে তা জমা দেওয়ার সম্ভাবনা। চার্জশিটে আরও একাধিক মিড্লম্যানের নাম অভিযুক্ত হিসেবে তখন যোগ হতে পারে বলে সূত্রের খবর। বাঁকা পথে চাকরি পাওয়া একাধিক অযোগ্য প্রার্থীর বয়ানও চার্জশিটের সঙ্গে পেশ হতে পারে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)