Advertisement
E-Paper

সারদার নথি ‘দিচ্ছে না’ পুলিশ

এক তদন্তকারী জানান, সেপ্টেম্বরে ডিজি-কে চিঠি দিয়ে মামলার নথিগুলি দিতে বলেও লাভ হয়নি। মামলার গতিও তাই শ্লথ হয়ে পড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ০৪:৩২

সারদা মামলায় রাজ্য পুলিশের কাছ থেকে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি— এই মামলার গুরুত্বপূর্ণ বহু নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে রাজ্য পুলিশের ডিজি-কে একাধিক বার চিঠি দিয়েও ফল হয়নি।

এক তদন্তকারী জানান, সেপ্টেম্বরে ডিজি-কে চিঠি দিয়ে মামলার নথিগুলি দিতে বলেও লাভ হয়নি। মামলার গতিও তাই শ্লথ হয়ে পড়েছে।

আদালতকে সিবিআই জানিয়েছে, সীমিত পরিকাঠামো নিয়ে সারদা-সহ ৪৪টি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত করছে তারা। আদালতের নির্দেশ অনুযায়ী স্বচ্ছতা বজায় রেখে দ্রুত তদন্তের কাজ শেষ করার চেষ্টা হচ্ছে। এই কাজের জন্য চলতি বছরের এপ্রিল, জুন এবং সেপ্টেম্বর মাসে ডিজি-কে মোট তিন বার চিঠি পাঠানো হয়েছে। কোনও চিঠির উত্তর আসেনি। ওই সব নথির বিষয়ে সিবিআইকে অন্ধকারে রাখা হয়েছে। এই অবস্থায় শীর্ষ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে তারা।

চার বছর আগে সারদা-কাণ্ড সামনে আসার পরে রাজ্য পুলিশ ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ (সিট) গঠন করে। শুধু সারদা নয়, আইকোর, প্রয়াগ, এমপিএস-সহ প্রায় ৪৪টি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্ত করেছিলেন ‘সিট’-এর তদন্তকারীরা।

এ বিষয়ে ডিজি সুরজিৎ পুরকায়স্থকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘সিআিইডি-এডিজি ওই বিষয়ে যা কিছু জানেন।’’ সিআইডি-এডিজি সঞ্জয় মুখোপ্যাধায় বলেন, ‘‘সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। শীঘ্র সমস্যার সমাধান হবে।’’

Saradha সারদা Saradha Group financial scandal CBI সিবিআই
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy