গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলেই দাবি করল সিবিআই। তদন্তে নেমে তারা আরও একটি ডায়েরি পেয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই ডায়েরিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে বলে জানিয়েছে সিবিআই।
মঙ্গলবার হাই কোর্টে সিবিআইয়ের এএসজি অমন লেখি বলেন, ‘‘এটি একটি বড় ষড়যন্ত্র। এই মামলায় অন্যতম অভিযুক্ত ইমানুল টাকা পাঠাত বিএসএফ কম্যান্ডান্ট মনোজ সানাকে। সেখান থেকে তাঁর অন্যতম সহযোগী সতীশের মাধ্যমে টাকা যেত বিনয়ের হাতে। অপরাধীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেন বিনয়। পুলিশ, প্রশাসন সবটাই ছিল তাঁদের হাতের মুঠোয়।’’
অমন আরও বলেন, ‘‘তদন্তে সিবিআই মনোজের ডায়েরি পেয়েছে। সেখানে হুমায়ন কবীরের নাম উঠে এসেছে। রয়েছে তার নিজের ভাই বাবলা সানার নামও।’’ সিবিআইয়ের দাবি, এই মামলায় বিএসএফ এবং সরকারি আধিকারিকরা সরাসরি যুক্ত। এটা জাতীয় স্বার্থের বিষয়। তদন্তে আসল সত্যি বেরিয়ে আসবে বলেই দাবি তাদের।