এসএসসি গ্রুপ সি মামলায় আলিপুর আদালতে শেষ চার্জশিট জমা দিল সিবিআই। এর আগে গ্রুপ সি মামলায় দু’টি চার্জশিট জমা দিয়েছিল তারা। শুক্রবার ১৭ পাতার যে চার্জশিট তারা জমা দিয়েছে, সেটিই শেষ বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, তৃতীয় চার্জশিটে নতুন কারও নাম নেই। তবে কিছু নতুন তথ্যপ্রমাণ এবং নথি রয়েছে। সম্প্রতি এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল সুবীরেশ ভট্টাচার্য, পর্ণা বসু, নীলাদ্রি দাস, সমরজিৎ আচার্য এবং পঙ্কজ বনসলের। সেই সংক্রান্ত তথ্যও চার্জশিটে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি সুপ্রিম কোর্ট নিয়োগ মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত শুরু করার কথা বলেছিল। তা নজরে রেখেই এই শেষ চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু ৫১ দিনের মাথায় ২০২২ সালে প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। তাতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এ ছাড়াও রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিৎ আচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, অশোককুমার সাহা, অ্যাডহক কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, বেআইনি ভাবে নিযুক্ত প্রার্থী দীপঙ্কর ঘোষ, সুব্রত খাঁ, অক্ষয় মণি, সমরেশ মণ্ডল, সৌম্যকান্তি মৃধা, অভিজিৎ দলাই, সুকান্ত মল্লিক, ইদ্রিস আলি মোল্লা, অজিত বর, ফরিদ হোসেন কাসকারের নাম। ভারতীয় দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০, ১২০বি, ২০১ ধারায় এবং অপরাধ বিধির ৭ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে।