Advertisement
০২ মে ২০২৪
Bengal Recruitment Case

সময়েই শেষ করলাম এসএসসির তদন্ত! হাই কোর্টে রিপোর্ট দিয়ে জানিয়ে গেল সিবিআই

সোমবারই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারীরা জানিয়েছেন, এসএসসির চারটি মামলার চূড়ান্ত চার্জশিট দিতে চলেছে তারা। তার সবক’টিতেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়েছে বলে সূত্রের খবর।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১৫:৩৪
Share: Save:

নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তদন্তে শেষ হলে তার রিপোর্ট হাই কোর্টের বিশেষ বেঞ্চে জমা দিতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চে তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই। হাই কোর্টকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তারা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যথাসময়েই শেষ করেছে।

মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বিশেষ ডিভিশন বেঞ্চে ওই রিপোর্ট দেয় সিবিআই। তারা জানায়, এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের দুর্নীতির যে চারটি মামলার তদন্ত তাদের হাতে ছিল, তা শেষ হয়েছে। গত নভেম্বরে সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছিল, এসএসসি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্ত দু’মাসের মধ্যে, অর্থাৎ জানুয়ারির মধ্যেই শেষ করতে হবে। সেই মতো জানুয়ারির মধ্যেই এসএসসির তদন্ত শেষ করেছে তারা। যদিও প্রাথমিক মামলার তদন্ত শেষ হওয়া এখনও বাকি আছে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, সোমবারই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারীরা জানিয়েছিলেন, এসএসসির চারটি মামলার চূড়ান্ত চার্জশিট দিতে চলেছে তারা। সিবিআই সূত্রে এ-ও জানা গিয়েছিল যে, ওই চার্জশিটে সবক’টি মামলাতেই নাম জুড়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এর মধ্যে নবম-দশমের মামলাটিতে রয়েছে পার্থ-সহ সাত জনের নাম।

তবে সিবিআইয়ের এই চার্জশিটের কথা প্রকাশ্যে আসার পর এসএসসির ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন এসএসসির বিতর্কিত চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার সিবিআই যখন হাই কোর্টের বিশেষ বেঞ্চে নিয়োগ মামলার তদন্তের রিপোর্ট দিচ্ছে, তখন এ ব্যাপারে আদালতকে জানান বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিতর্কিত চাকরিপ্রাপকরা এসএসসির রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছেন। তাঁদের মনে হয়েছে, এসএসসি স্রোতের অনুকূলে সাঁতার কাটছে। তারা সবার সঙ্গেই খেলছে। আদালতের নির্দেশ অনুযায়ী এসএসসি তাদের অবস্থানও স্পষ্ট করছে না। তাই তাদের ভূমিকা সন্দেহজনক।

আদালত সূত্রে খবর, আগামী ১৫ জানুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE