Advertisement
০৯ মে ২০২৪
CBI vs Kolkata Police

আদালতের নির্দেশ মিলতেই রাজীবকে জেরার জন্য বিশেষ দল গঠন সিবিআইয়ের

সিবিআই সূত্রে খবর, রায় ঘোষণার পরই সিবিআই অধিকর্তার সঙ্গে এক দফা বৈঠক করেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। বৈঠকের পরই সিদ্ধান্ত হয়, রায়ের একটি কপি শিলংয়ে সিবিআই দফতরে পাঠানো হবে।

— ফাইল চিত্র।

— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৪
Share: Save:

শীর্ষ আদালতের সবুজ সঙ্কেত পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরার প্রস্তুতি শুরু করল সিবিআই। সূত্রের খবর, রায়ের কপি সিবিআইয়ের লিগাল সেলের বিশেষজ্ঞরা খতিয়ে দেখে নিয়ে মঙ্গলবার বিকেলেই ফের নোটিস পাঠাবেন রাজীব কুমারকে তলব করে।

সিবিআই সূত্রে খবর, রায় ঘোষণার পরই সিবিআই অধিকর্তার সঙ্গে এক দফা বৈঠক করেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। বৈঠকের পরই সিদ্ধান্ত হয়, রায়ের একটি কপি শিলংয়ে সিবিআই দফতরে পাঠানো হবে। কারণ, আদালত শিলংকেই বেছে দিয়েছে রাজীব কুমারকে জেরার জন্য।

শিলংয়ে রাজীব কুমারকে জেরা করার জন্য বিশেষ দল গঠনের কাজও শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার তথাগত বর্ধনের নেতৃত্বে দল শিলং যাবে রাজীবকে জেরা করতে। তবে সে ক্ষেত্রে এক জন অন্তত এসপি পদমর্যাদার আধিকারিক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। কারণ রাজীব কুমার নিজে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদমর্যাদার আধিকারিক। সে ক্ষেত্রে তাঁর পদমর্যাদার কথা ভেবেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: গ্রেফতার নয়, রাজীব কুমারকে সিবিআই জেরায় বসার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: গণতন্ত্রের জয়, সুপ্রিম কোর্টের রায় শুনেই ধর্নামঞ্চ থেকে বললেন মমতা

আরও পড়ুন: সারদাকর্তার কল রেকর্ডস বিকৃত করেছেন রাজীব কুমার, সুপ্রিম কোর্টে হলফনামা

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হল সিবিআইয়ের, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

তবে সিবিআই সূত্র এখনও নির্দিষ্ট করে জানাতে পারেনি, নতুন করে সমন রাজীব কুমারের সরকারি বাসভবন লাউডন স্ট্রিটের বাংলোয় পাঠানো হবে না লালবাজারে তাঁর দফতরে পাঠানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE