কলকাতা হাইকোর্টে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি পিছিয়ে গেল আরও এক দিন। আলিপুর জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর, সোমবার কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার। মঙ্গলবার বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা ছিল। কিন্তু এ দিন মামলার শুনানি আরও একদিন পিছিয়ে যায়। বুধবার রাজীবের আগাম জামিনের আবেদন শুনবে হাইকোর্টের ওই ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে ওই মামলা দ্রুত শুনানির আর্জি জানান রাজীবের আইনজীবী দেবাশিস রায়। তিনি বলেন, “সিবিআই হন্যে হয়ে আমার মক্কেল রাজীব কুমারের খোঁজ চালাচ্ছে। মামলাটি যেন দ্রুত শোনা হয়।” তখন বিচারপতি শুভাশিস দাশগুপ্ত বলেন, “কেন দ্রুত শুনানির কথা বলছেন? তা হলে রাজীব কুমারকে গিয়ে আত্মসমর্পণ করতে বলুন।” এর পর বিচারপতি সহিদুল্লা মুনশি আগাম জামিনের আবেদন বুধবার বেলা আড়াইটে নাগাদ শুনবেন বলে জানিয়ে দেন।