Advertisement
২০ এপ্রিল ২০২৪

পার্শ্ব আইন সহায়কদের ভাতা দ্বিগুণ

দুঃস্থ ব্যক্তিরা যাতে আরও বেশি আইনি সাহায্য পেতে পারেন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় আইন মন্ত্রক দেশ জুড়ে এই ধরনের আইনি স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। এ রাজ্যের চাহিদা অনুযায়ী তারা প্রকল্পের টাকা মঞ্জুর করে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩১
Share: Save:

এত দিন মিলত দৈনিক ২৫০ টাকা। এ বার সেটা হবে ৫০০ টাকা। রাজ্যের প্যারা লিগ্যাল ভলান্টিয়ার (পিএলভি) বা পার্শ্ব আইন-সহায়কদের দৈনিক ভাতা এক দফায় দ্বিগুণ করে দিল কেন্দ্রীয় সরকার।

রাজ্য লিগ্যাল এড সার্ভিসেস অথরিটির সদস্য-সচিব অজয়কুমার গুপ্ত বৃহস্পতিবার বলেন, ‘‘ওই স্বেচ্ছাসেবকেরা বাড়তি ভাতা পাবেন চলতি বছরের ১ মার্চ থেকে।’’ এ রাজ্যের বিভিন্ন জেলায় ১৫১৯ জন পিএলভি রয়েছেন। দুঃস্থ ব্যক্তিরা যাতে আরও বেশি আইনি সাহায্য পেতে পারেন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় আইন মন্ত্রক দেশ জুড়ে এই ধরনের আইনি স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। এ রাজ্যের চাহিদা অনুযায়ী তারা প্রকল্পের টাকা মঞ্জুর করে।

পিএলভি-দের কাজ কী?

সদস্য-সচিব জানান, জেলা লিগ্যাল এড সার্ভিসেস অথরিটি এবং বিচারপ্রার্থীদের মধ্যে যোগসূত্র তৈরি করাই আইনি স্বেচ্ছাসেবকদের মূল কাজ। বছর পাঁচেক আগে রাজ্যের প্রতিটি থানা, বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েত, এমনকী সংশোধনাগারেও কেন্দ্রীয় প্রকল্পে ‘লিগ্যাল এড ক্লিনিক’ খোলা হয়েছে। সেই সব ক্লিনিকে ওই স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন।

অভিযোগকারীর এফআইআর লিখে দেওয়া, কেউ আইনি সাহায্য চাইলে জেলা লিগ্যাল ইড সার্ভিসেস অথরিটির প্যানেলভুক্ত আইনজীবীর সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দেন ওই স্বেচ্ছাসেবকেরা। বিচারাধীন অথবা সাজাপ্রাপ্ত আসামির জামিন এবং হাইকোর্টে আপিল মামলার ব্যবস্থাও করেন তাঁরা। দু’পক্ষ যদি আপসে মিটমাট করে নিতে চায়, সে-ক্ষেত্রেও লিগ্যাল এইড সার্ভিসেস অথরিটির আইনজীবীদের মাধ্যমে মিটমাটের ব্যবস্থা করে দেন পিএলভি-রা।

অজয়বাবু জানান, এ রাজ্যে অ্যাসিড-আক্রান্ত অনেকেই জানেন না, তাঁদের ক্ষতিপূরণের কেমন ব্যবস্থা রয়েছে। কী ভাবে ওই ক্ষতিপূরণ পাওয়া যাবে, কোথায় আবেদন করতে হবে, পিএলভি-রা সেই সব বিষয়েও সাহায্য করেন। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ পেতেও সাহায্য করেন ওই আইনি স্বেচ্ছাসেবকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE