Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্যানসার হাসপাতাল গড়তে আশ্বাস কেন্দ্রের

আগামী দু’বছরের মধ্যে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের রাজারহাট শাখার নির্মাণের কাজ শেষ করতে রাজ্যকে সব রকমের সাহায্যের আশ্বাস দিল কেন্দ্র। ইউপিএ সরকারের আমলে এই শাখা নির্মাণের সিদ্ধান্ত হলেও বিভিন্ন টালবাহানায় কাজ ধীর গতিতে চলছিল।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০৪:২৬
Share: Save:

আগামী দু’বছরের মধ্যে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের রাজারহাট শাখার নির্মাণের কাজ শেষ করতে রাজ্যকে সব রকমের সাহায্যের আশ্বাস দিল কেন্দ্র। ইউপিএ সরকারের আমলে এই শাখা নির্মাণের সিদ্ধান্ত হলেও বিভিন্ন টালবাহানায় কাজ ধীর গতিতে চলছিল। আটকে ছিল কেন্দ্রীয় অনুদানও। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজে গতি আনতে বিষয়টি নিয়ে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডার সঙ্গে আলোচনায় বসেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, ‘‘আগামী দু’বছরের মধ্যে যাতে ভবন নির্মাণের কাজ শেষ হয়, সে জন্য প্রয়োজনীয় অনুদান দ্রুত ছেড়ে দিতে রাজি হয়েছে কেন্দ্র।’’ ভবন নির্মাণে কেন্দ্রের তরফে দু’শো কোটি টাকার প্রথম অংশ অবিলম্বে রাজ্যকে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন নড্ডা। রাজারহাট ছাড়াও হাজরার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের আধুনিক সরঞ্জাম কেনার জন্যও তিরিশ কোটি টাকা দিতে রাজি হয়েছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cancer hospital Centre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE