তৃণমূল কংগ্রেস ও বিজেপির হাত থেকে ‘বেটি বাঁচাও’, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাল কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। দক্ষিণ কলকাতা আইন কলেজের গণধর্ষণ, ওড়িশায় যৌন নির্যাতনের অভিযোগ তুলে গায়ে আগুন দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু, এমন নানা ঘটনায় নারী নিরাপত্তার প্রশ্নে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে বিঁধেছে ছাত্র পরিষদ। সংগঠনের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর বক্তব্য, “ছাত্র-ভোট হয় না। কিন্তু অবৈধ ছাত্র সংসদের ঘরগুলি খুলে রেখে নানা রকম অসামাজিক কাজকর্ম চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। বিজেপি শাসিত ওড়িশাতেও নারী-নিরাপত্তা প্রশ্নের মুখে। নারী-নির্যাতনের ক্ষেত্রে তৃণমূল-বিজেপির ফারাক নেই।” সংগঠনের তরফে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, ছাত্রীরা যাতে শিক্ষাঙ্গনে ও সমাজে নিরাপদে থাকতে পারেন, সে দিকে প্রশাসনের নজর দেওয়ার দাবিও তুলেছেন প্রিয়াঙ্কারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)