অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার খোঁজ খবর নিতে এসএসকেএম হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্নের ১০৩ নম্বর কেবিনে ভর্তি সন্ধ্যা। তাঁর চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী এসএসকেএমে ঢুকেই চিকিৎসক সোমনাথ কুণ্ডু, অসীম কুণ্ডু, নীলাদ্রি সরকারদের সঙ্গে কথা বলেন। শিল্পীর শারীরিক পরিস্থিতি কেমন তার খোঁজখবর নেন। আপাতত আইসোলেশনে রয়েছেন সন্ধ্যা। এসএসকেএমে মুখ্যমন্ত্রী আরও যা যা বললেন:
- সন্ধ্যা মুখোপাধ্যায় কোভিড আক্রান্ত।
- বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হচ্ছে।
- সন্ধ্যা মুখোপাধ্যায়ের হার্টে সমস্যা রয়েছে।
- উনি দ্রুত সেরে উঠুন, কামনা করছি।
- সন্ধ্যাদির পরিবারের পুরো ভরসা আছে সরকারি হাসপাতালে।
- শম্ভুনাথ হাসপাতালে ভর্তি করতে চেয়েছিল পরিবার।
- শম্ভুনাথে চিকিৎসা ভালই হয়। কিন্তু ওঁর হার্টের সমস্যা আছে।
- শম্ভুনাথ হাসপাতালে হার্টের চিকিৎসার পরিকাঠামো অতটা ভাল নয়।
- উডবার্ন হলে কোনও চিন্তা ছিল না। কিন্তু ওখানে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা নেই।
- আমরা ওঁকে আজ স্থানান্তরের ব্যবস্থা করছি।