মুর্শিদাবাদের মধুপুরের চারকোল কারখানা যে আদতে চিনা কারবারিদের মাদক তৈরির আড়ত, বুধবার সিআইডি’র কথায় তা আরও এক ধাপ স্পষ্ট হয়েছে।
দিন কয়েক আগে, কলকাতা স্টেশনে প্রায় ৪০ কোটি টাকার মাদক-সহ কয়েক জন চিনা নাগরিককে আটক করার পরে তাদের জেরা করে সিআইডি। এ দিন, মধুপুরের ওই কারখানায় দিনভর তল্লাশির পরে এক সিআইডি কর্তার বক্তব্য, ‘‘ওই কারখানায়, যেখানেই দেখেছি ছাই, উড়িয়ে দেখেছি তাই, কিছুই সন্দেহের ঊর্ধ্বে নয়!’’ মধুপুরের ওই কারখানায় চিনা-যোগ হাতড়ে বড়সড় কোনও গোপন তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছে সিআইডি।
এ দিন সাতসকালে বৃষ্টির মধ্যেই হরিরপাড়া-নওদা রাজ্য সড়কের ওই কারখানায় হানা দেন সিআইডি। বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করার পরে কারখানার লাগোয়া তিনটি বন্ধ ঘরের তালা ভেঙে ফেলা হয়। জানলাহীন ওই ঘরে নানা ধরনের গ্রাইন্ডার ছাড়াও মিলেছে প্যাকেট-বন্দি গুঁড়ো জিনিস।