দুর্ঘটনা বিমা নিয়ে জালিয়াতি এবং প্রতারণার মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল সিআইডি। রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এডিজি (সিআইডি) গত মাসে চার জনের ওই দল তৈরি করেছেন। তার নেতৃত্বে আছেন এক জন স্পেশাল সুপার। বাকিদের মধ্যে এক জন ডিএসপি, এক জন ইনস্পেক্টর এবং এক জন সাব-ইনস্পেক্টর। ইতিমধ্যে সিট প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে বলে সূত্রের দাবি।
পুলিশ জানিয়েছে, ওই দলটি রাজ্যে মোটরযান দুর্ঘটনায় যতগুলি বিমা বা ক্ষতিপূরণের মামলা হয়েছে তা খতিয়ে দেখবে। সেখানে জালিয়াতি বা প্রতারণা করা হয়েছে কি না, তার পুঙ্খানুপুঙ্খ তদন্তও সিট করবে। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট দেওয়া হবে। সেই রিপোর্ট পাঠানো হবে সুপ্রিম কোর্টে।
প্রসঙ্গত, কয়েক বছর আগে উত্তরপ্রদেশে একাধিক মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের ভুয়ো আবেদনের কথা সামনে এসেছিল। সব মিলিয়ে হাজার দেড়েক জালিয়াতির ঘটনা সামনে আসে। প্রথমে এ ব্যাপারে ইলাহাবাদ হাই কোর্টে মামলা হয়। পরে সেই মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই সার্বিক ভাবে দেশে মোটর দুর্ঘটনা ঘিরে বিমা জালিয়াতির প্রসঙ্গ উঠেছিল। সেই মামলাতেই ভুয়ো বিমা দুর্ঘটনা খুঁজতে সব রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সব রাজ্যকে এ ব্যাপারে রিপোর্টও দিতে হবে সুুপ্রিম কোর্টে। রাজ্য পুলিশের এক কর্তা জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এ রাজ্যে মোটর দুর্ঘটনার বিমা নিয়ে কোনও জালিয়াতি হয়েছে কি না, তা খুঁজতে সিট গঠন করা হয়েছে।
সূত্রের খবর, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার বিমার ক্ষেত্রে অনিয়ম সিট-এর নজরে আসেনি। মোটরযান আইনের ধারা অনুযায়ী কোনও সন্দেহজনক বা ভুয়ো আবেদন করা হয়েছে কি না, তা বিমা সংস্থাগুলির কাছে জানতে চেয়েছে সিট। এখনও পর্যন্ত বিমা সংস্থাগুলি কোনও জালিয়াতি বা ভুয়ো আবেদনের কথা জানায়নি। বিভিন্ন জেলা পুলিশের কাছেও দুর্ঘটনা বিমা সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা জানাতে বলেছে সিট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)