কোথায় নিয়ে গিয়েছিলেন চন্দনা চক্রবর্তীকে, দেখা করিয়ে দিয়েছিলেন কার কার সঙ্গে— বৃহস্পতিবার পিনটেল ভিলেজে জুহি চৌধুরীকে এই ধরনের প্রশ্ন করল সিআইডি। দিনের শেষে গোয়েন্দা সূত্রে জানানো হল, জেরায় কয়েক জন প্রভাবশালীর নাম উঠে এসেছে।
শিশু পাচার চক্রের দুই অভিযুক্ত চন্দনা ও জুহিকে এ দিন পিনটেল ভিলেজে বসিয়ে জেরা করেন গোয়েন্দারা। সূত্রের খবর, তাঁদের এ দিন একসঙ্গে বসানো হয়নি। দু’জনকে আলাদা করে জিজ্ঞাসাবাদের সময়ে সিআইডি মূলত জানতে চেয়েছে, এই ঘটনার সঙ্গে প্রভাবশালী কেউ জড়িত আছেন কি না। গোয়েন্দা সূত্রের খবর, চন্দনাকে জিজ্ঞাসা করা হয়, জুহি বা তাঁর বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরী ছাড়া আর কোনও নেতা তাঁকে সাহায্য করেছেন কি না।
তদন্তকারীদের দাবি, ২৬ জানুয়ারি জুহির বাড়িতে চন্দনা গিয়ে কী আলোচনা করেন ও ২ ফেব্রুয়ারি চন্দনা, জুহি আর রবীন্দ্রবাবু দিল্লি গিয়ে কার কার সঙ্গে বৈঠক করেন, তা জানতে চাওয়া হয়।
আরও পড়ুন: নয়া স্বাস্থ্য বিলে পুরনোরই ছায়া