Advertisement
২০ এপ্রিল ২০২৪
Domkal

এসএফআই-এর সভায় বোমা, জখম ছাত্র, অভিযুক্ত তৃণমূল

ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহার অভিযোগ, এমন ঘটনা ডোমকলে এই প্রথম নয়। এর আগেও একাধিক বার তাঁদের সভা কিংবা বৈঠক বানচাল করার চেষ্টা করেছে তৃণমূল।

পড়ুয়া সায়ক আশিক হোসেন। নিজস্ব চিত্র।

পড়ুয়া সায়ক আশিক হোসেন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৯:৪৭
Share: Save:

মুর্শিদাবাদে একটি বিশ্ববিদ্যালয় চাই। সেই দাবিতে ডোমকলের বাগডাঙায় পথসভা করছিল এসএফআই এবং ডিওয়াইএফআই। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সভায় তৃণমূলআশ্রিত কয়েক জন দুষ্কৃতী বোমা ও গুলি ছোড়ে বলে অভিযোগ। বোমার স্‌প্লিন্টারে জখম হয়েছে স্থানীয় বাগডাঙা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির পড়ুয়া সায়ক আশিক হোসেন। সে এখন ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহার অভিযোগ, এমন ঘটনা ডোমকলে এই প্রথম নয়। এর আগেও একাধিক বার তাঁদের সভা কিংবা বৈঠক বানচাল করার চেষ্টা করেছে তৃণমূল। তবে সভায় গুলি-বোমা চলার ঘটনা এই প্রথম। সেই বোমার আঘাতেই জখম হয়েছে এসএফআইয়ের সদস্য সায়ক।

যদিও এমন অভিযোগ মানতে চাননি ডোমকলের পুরপ্রধান তৃণমূলের সৌমিক হোসেন। তাঁর দাবি, ‘‘সিপিএমের লোকজন প্রচারে আসার জন্যই নিজেরাই এ সব নাটক করছে। ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’ সৌমিক আরও বলেন, ‘‘যে জখম হয়েছে তার বাড়ি খড়গ্রামে। ৬০-৭০ কিলোমিটার দূর থেকে ডোমকলের বাগডাঙায় সে কী করতে এসেছিল, সিপিএম আগে তার জবাব দিক।’’

আরও পড়ুন:

তৎকাল পাসপোর্টে আর লাগবে না ভেরিফিকেশন সার্টিফিকেট

কলকাতায় তৈরি হবে নয়া বিদেশ ভবন

ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান জানান, ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঠিক কী ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE