Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রাথমিকে পঞ্চম শ্রেণি, তথ্য চাইল স্কুল শিক্ষা দফতর 

গত ২৫ জানুয়ারি স্কুল শিক্ষা দফতরের কমিশনার সৌমিত্র মোহন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের কাছে এই বিষয়ে চিঠি দিয়েছেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু করার ব্যাপারে কয়েক মাস আগেই উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার। সেই পরিকল্পনা মতো এবার প্রাথমিকের পরিকাঠামো, শিক্ষক, পড়ুয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে নির্দেশিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর। গত ২৫ জানুয়ারি স্কুল শিক্ষা দফতরের কমিশনার সৌমিত্র মোহন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের কাছে এই বিষয়ে চিঠি দিয়েছেন। তাতে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবারের মধ্যে বিদ্যালয়গুলির তথ্য জমা দিতে হবে।

দফতর সূত্রের খবর, ওই নির্দেশিকা অনুযায়ী জেলার যে সব প্রাথমিক স্কুলে বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা রয়েছে, সে সব স্কুলের ক্লাস রুমের সংখ্যা, শিক্ষক–শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সংখ্যা জরুরি ভিত্তিতে জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর যে সব প্রাথমিকে বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থাও রয়েছে তারও তথ্য আলাদাভাবে চাওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর।

স্কুল শিক্ষা দফতর এবং বিদ্যালয় সংসদ সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরে মোট তিন হাজার ২৬৫টি প্রাথমিক স্কুল রয়েছে। এর মধ্যে মাত্র ১৪টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে। দফতরের পরিকল্পনা অনুসারে, প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি যুক্ত করা হলে হাইস্কুলগুলিতে একটি ক্লাসের সংখ্যা কমবে। এতে হাই স্কুলগুলির ফরে চাপ কমবে। পঠন-পাঠনেরও উন্নতি হবে।

শিক্ষা দফতরের কমিশনারের নির্দেশিকা পেয়ে ইতিমধ্যে জেলার অবর বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে প্রাথমিক স্কুলগুলির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) চাপেশ্বর সর্দার বলেন, ‘‘স্কুলগুলির তথ্য জানতে চাওয়া হয়েছিল। ওই সব তথ্য আমরা স্কুল শিক্ষা দফতরে পাঠিয়েছি।’’

রাজ্য সরকারের ওই পরিকল্পনাকে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। ওই সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক অরূপকুমার ভৌমিক বলেন, ‘‘সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালুর পরিকল্পনাকে আমরা সমর্থন জানিয়েছি। তবে এ জন্য প্রাথমিক স্কুগুলিতে শ্রেণিভিত্তিক শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোর উন্নয়ন করতে হবে।’’ ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনে’র জেলা সভাপতি নীলকান্ত অধিকারী বলেন, ‘‘রাজ্য সরকারের ওই উদ্যোগকে আমরা সমর্থন জানিয়েছি। জেলার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালুর পরিকাঠামো রয়েছে। তা চালু হলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তির আগ্রহ বৃদ্ধি পাবে। স্কুলগুলিতে পঠনপাঠনের মানও বৃদ্ধি পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Primary Education Education Academics School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE