Advertisement
০২ জুন ২০২৪
Battalion of Police

নতুন তিন ব্যাটেলিয়ন 

মুখ্যমন্ত্রী জানান পূর্ব প্রতিশ্রুতি মতো বাগদি, বাউড়ি এবং মতুয়া উন্নয়ন পর্ষদ গঠনের কাজ শেষ হয়ে গিয়েছে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৬:৪১
Share: Save:

রাজ্য পুলিশের অধীনে নতুন তিনটি ব্যাটেলিয়ন তৈরির প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গ, পাহাড় এবং জঙ্গলমহলে তিনটি ব্যাটেলিয়ন তৈরি করবে সরকার। প্রতি ব্যাটেলিয়নে ১ হাজার করে পুলিশকর্মী থাকবেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোচবিহারে নারায়ণী সেনার নামে ব্যাটেলিয়ন হবে। পাহাড়ে হবে গোর্খা ব্যাটেলিয়ন এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য জঙ্গলমহল ব্যাটেলিয়ন তৈরি হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, “স্থানীয় মানুষের দাবি মেনে এই সিদ্ধান্ত। জঙ্গলমহলে অনেক কিছু করেছি। বহু স্পেশাল হোমগার্ড নিযুক্ত হয়েছেন। সবাইকে নিয়ে চলাই আমাদের কাজ।” অনেকের ধারণা, এই ব্যাটেলিয়নগুলিতে প্রধানত স্থানীয় যুবক-যুবতীদেরই নিয়োগ করার পরিকল্পনা করবে রাজ্য। আগামী বিধানসভা ভোটের আগে তা ‘তাৎপর্যপূর্ণ’। এ দিন মুখ্যমন্ত্রী জানান পূর্ব প্রতিশ্রুতি মতো বাগদি, বাউড়ি এবং মতুয়া উন্নয়ন পর্ষদ গঠনের কাজ শেষ হয়ে গিয়েছে। শীঘ্রই এ ব্যাপারে আদেশনামা প্রকাশ করবে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Battalion of Police Mamata Banerjee Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE