Advertisement
E-Paper

১ কোটির মাইলফলক ছুঁল ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প, এক্স পোস্টে দাবি মুখ্যমন্ত্রী মমতার, রাজ্যের খরচ ১৩ হাজার কোটি টাকা

৩১ অক্টোবর পর্যন্ত ১ কোটি মানুষ ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। যার জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৪:০৬
CM Mamata Banerjee claims that 1 crore people have received health services under the Swasthya Sathi scheme

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্য সরকারের স্বাস্থ্যবিমা ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প ১ কোটির মাইলফলক স্পর্শ করেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডলে পোস্ট করে মমতা জানিয়েছেন, ৩১ অক্টোবর পর্যন্ত ১ কোটি মানুষ ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। যার জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা।

২০১৬ সালের শেষে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা। সে দিক থেকে দেখতে গেলে প্রকল্পটির বয়স এখনও ন’বছর হয়নি। তার মধ্যেই এক কোটি মানুষ এই প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। আর্থাৎ, গড়ে প্রতি বছর প্রায় ১১ লক্ষ মানু‌ষ এই প্রকল্পে পরিষেবা পেয়েছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় রয়েছেন পশ্চিমবঙ্গের সাড়ে ৮ কোটির বেশি মানুষ। গত কয়েক বছরে দেখা গিয়েছে, একাধিক বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসা‌থীর মাধ্যমে বহু জটিল অস্ত্রোপচারও হচ্ছে, যা খরচসাপেক্ষ। এই প্রকল্পে প্রতিটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পেয়ে থাকে।

এই প্রকল্পকে মমতা নারী ক্ষমতায়নের নিরিখেও উপস্থাপন করেছেন। পরিবারপিছু এক জনের নামে একটি করে কার্ড দেওয়া হয় রাজ্যের সাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের পক্ষ থেকে। পরিবারের কত্রীর নামে হয় ওই কার্ড। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমার প্রকল্প রয়েছে। যার পোশাকি নাম ‘আয়ুষ্মান ভারত যোজনা’। কিন্তু সেই প্রকল্পকে বাংলায় বাস্তবায়িত হতে দেননি মমতা। ২০২১ সালের ভোটের আগে যা নিয়ে মমতার বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, ‘‘আমাদের স্বাস্থ্যসাথী আছে। আমরা তোমাদেরটা নিতে যাব কেন। আমরা সবাইকে দিই। আর কেন্দ্রের প্রকল্প নানা নিয়মে বাদ দেওয়ার কথা বলে।’’

Swastha Sathi Card Swasthya Sathi Scheme CM Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy