Advertisement
E-Paper

দেশে একপক্ষ চলছে, ওরা ভুলে গিয়েছে বাংলা ভারতের অংশ! সংবিধান দিবসে অম্বেডকরের মূর্তিতে মালা দিয়ে তোপ মমতার

অম্বেডকর-মূর্তিতে মাল্যদানের পরেই মমতা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে বলেন, “স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এতে আমরা স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত এবং শোকাহত।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৩:০৬
অম্বেডকরের মূর্তিতে মাল্যদানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলায়।

অম্বেডকরের মূর্তিতে মাল্যদানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলায়। ছবি: সংগৃহীত।

সংবিধান দিবসে আরও এক বার কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলায় রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন তিনি। তাঁর হাতে ধরা ছিল লালরঙা প্রচ্ছদের একটি সংবিধান। অম্বেডকর-মূর্তিতে মাল্যদানের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তাঁর অভিযোগ, দেশে নিরপেক্ষতা নেই, একপক্ষ চলছে। বাংলা ভারতের অংশ, তা কেন্দ্র ভুলে গিয়েছে বলেও তোপ দাগেন তিনি।

অম্বেডকর-মূর্তিতে মাল্যদানের পরেই মমতা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে বলেন, “স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এতে আমরা স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত এবং শোকাহত।” দেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। সংবিধান খুলে প্রস্তাবনার অংশটি পাঠ করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, একটি সংবাদপত্রের প্রতিবেদন পড়ে তিনি জেনেছেন যে, সংসদে জয় হিন্দ এবং বন্দে মাতরম আর বলা যাবে না। বিষয়টি নিয়ে দলের সাংসদদের কাছে খোঁজখবর নেবেন বলেও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা স্বাধীনতা আন্দোলন করেছিলেন, তাঁদের স্লোগান ছিল বন্দে মাতরম। কী করে ভুলে যাচ্ছে? তার মানে বাংলার পরিচয় (আইডেন্টিটি) এরা নষ্ট করতে চায়। এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের অংশ।” মুখ্যমন্ত্রী এ-ও স্মরণ করিয়ে দেন যে সংবিধান প্রণেতা অম্বেডকর বাংলা থেকে জিতেই গণপরিষদে গিয়েছিলেন।

বুধবার সকালেই অম্বেডকরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি সংবিধানের গুরুত্বের কথা তুলে ধরেন। সংবিধানকে ‘দেশের মেরুদণ্ড’ বলে উল্লেখ করেন। তার পরেই মুখ্যমন্ত্রী লেখেন, “যখন গণতন্ত্র ঝুঁকির মুখে, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে, তখন এই সঙ্কটময় সময়ে আমাদের সংবিধানপ্রদত্ত মূল্যবান রূপরেখাকে রক্ষা করতে হবে।”

constitution day Constitution BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy