বাঁকুড়ার সভা থেকে বিজেপি, বাম, কংগ্রেসকে এক সারিতে বসিয়ে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে হারাতে তিন দল এক হয়েছে বলে শুনকপাহাড়ীতে দলের কর্মিসভায় অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘জগাই,-মাধাই-গদাই এক হয়েছে।’’ বিজেপির বিরুদ্ধে ভোটে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। ভোট এলেই সারদা-নারদার ভয় দেখানোর অভিযোগ তুলে মমতার চ্যালেঞ্জ, তিনি জেলে থাকলেও দলকে জেতাবেন।
গত বছর লোকসভা ভোটে তৃণমূলের আসন কমেছে। আশাতীত সাফল্য পেয়েছে বিজেপি। ভোটের সেই পরিসংখ্যান থেকেই বিধানসভা ভোটে জয়ের জন্য ঝাঁপাচ্ছে বিজেপি। কিন্তু লোকসভা ভোটে বিজেপি-সিপিএম-কংগ্রেস এক হয়ে লড়েছিল বলে অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘জগাই-মাধাই-গদাই এক হয়েছে। লোকসভা নির্বাচনে এক সাথে কাজ করেছে। এক সাথে ভোট দিয়েছে। আমি জানি এরা কারা, যে হার্মাদরা আপনাদের উপর অত্যাচার করেছিল, তারাই বিজেপিতে গিয়েছে।’’
ভোট এলেই সারদা-নারদা ইস্যুতে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তৃণমূল নেতাদের জেলে পোরার অভিযোগ তৃণমূলের নতুন নয়। এ দিন ফের এ নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘নির্বাচন এলেই সারদা-নারদা নিয়ে ভয় দেখায়। যাতে ভয় পেয়ে অনেকেই ওঁদের দলে যোগ দেয়। অনেককেই ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে, ‘ঘরে থাক, নয়তো জেলে থাক’।’’ এর পরেই চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘‘ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। আমি জেলে থাকব। জেলে থেকে বাংলায় তৃণমূলকে জেতাব। এই চ্যালেঞ্জ করে গেলাম।’’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। বাঁকুড়ার এক একটা আসন বুঝে নেব। একটা আসনও বিজেপি পাবে না।’’