Advertisement
E-Paper

সেনার পরাক্রমকে বিধানসভায় ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী, বক্তার তালিকায় আর কে কে রয়েছেন?

তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, এই বিষয়ে কারা দলের তরফে বক্তৃতা করবেন সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন দলের সর্বোচ্চ নেত্রী। এ ক্ষেত্রে যাতে এমন কোন বক্তা বক্তৃতা না করেন যাঁর কথায় বিতর্ক দেখা দিতে পারে, সেই বিষয়টি এড়িয়ে যেতে সতর্ক ভাবে বক্তাদের তালিকা ঠিক করেছে তৃণমূল পরিষদীয় দল।

CM Mamata Banerjee will participate in the motion discussion on Indian army opration in pakistan

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৯:২৮
Share
Save

ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, এই বিষয়ে কারা দলের তরফে বক্তৃতা করবেন সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন দলের সর্বোচ্চ নেত্রী। এ ক্ষেত্রে যাতে এমন কোনও বক্তা বক্তৃতা না করেন যাঁর কথায় বিতর্ক দেখা দিতে পারে। বিষয়টি নিয়ে সতর্ক ভাবে বক্তাদের তালিকা ঠিক করেছে তৃণমূল পরিষদীয় দল। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জিতে আসা সব সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, প্রস্তাব নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি সময় বরাদ্দ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য। তিনি ছাড়া ওই তালিকায় থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বনমন্ত্রী বিরবাহা হাঁসদা।

মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছাড়াও বক্তাদের তালিকায় স্থান দেওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের এক জনকে। তিনি উপনির্বাচনের জিতে আসা বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। এই বিধায়ক বনগাঁ ঠাকুর পরিবারের সদস্য। এ ছাড়াও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। শাসকদলের তরফে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে তিনি এই প্রস্তাবনায় বক্তৃতা করবেন। সন্ত্রাসদমনে পাশে থাকার কথা ঘোষণা করেও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তৃণমূল নেতারা। মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন চক্রবর্তী এ বিষয়ে প্রধানমন্ত্রীর নাম না করে সমালোচনা করেছিলেন। সামরিক পদক্ষেপের নামকরণ নিয়েও প্রকাশ্যে নিজের অসন্তোষ জানানোর পাশাপাশি তার রাজনীতিকরণের অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মমতা স্বয়ং। ফলে সামগ্রিক ভাবে তৃণমূলের রাজনৈতিক অবস্থান পরিষ্কার থাকলেও এ সংক্রান্ত আলোচনায় নতুন করে বিতর্ক চাইছেন না তৃণমূলনেত্রী। বিশেষ করে বিধানসভার অধিবেশনে এই আলোচনায় যাতে দলের কেউ বেফাঁস কিছু না বলেন, তা নিশ্চিত করতে বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করছে তৃণমূল পরিষদীয় দল।

অন্য দিকে বিজেপির তরফেও তাদের বক্তাদের তালিকা তৈরি করা হচ্ছে। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, তাদের তরফে বক্তৃতা করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল। তবে মঙ্গলবার সকালে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে বৈঠক করবেন বিরোধী দলনেতা। সেই বৈঠকেই বক্তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিধানসভায় এ সংক্রান্ত প্রস্তাব আনার কথা স্পিকার বিমানের। এই আলোচনার জন্য দু’ঘণ্টা বরাদ্দ হয়েছে।

WB Assembly Women in Indian Army CM Mamata Banerjee Operation Sindoor

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।