Advertisement
১৯ মে ২০২৪

সহ-চালক সাসপেন্ড সরডিহায়

দক্ষিণ-পূর্ব রেলের সরডিহা স্টেশনে সোমবার সংঘর্ষের মুখে পড়তে যাচ্ছিল একটি মালগাড়ি ও কুরলা এক্সপ্রেস। সম্ভাব্য সেই দুর্ঘটনায় মালগাড়ির চালকের সঙ্গে সঙ্গে সহকারী চালককেও সাসপেন্ড করেছে রেল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৪৭
Share: Save:

দক্ষিণ-পূর্ব রেলের সরডিহা স্টেশনে সোমবার সংঘর্ষের মুখে পড়তে যাচ্ছিল একটি মালগাড়ি ও কুরলা এক্সপ্রেস। সম্ভাব্য সেই দুর্ঘটনায় মালগাড়ির চালকের সঙ্গে সঙ্গে সহকারী চালককেও সাসপেন্ড করেছে রেল। প্রথম বা মূল চালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আর দ্বিতীয় অর্থাৎ সহকারী চালকের বিরুদ্ধে অভিযোগ, সিগন্যাল ভুল হচ্ছে দেখেও তিনি মূল চালককে সতর্ক করে দেননি।

সোমবার সরডিহা স্টেশনে মেন লাইনে দাঁড়িয়ে ছিল হাওড়ামুখী মালগাড়ি। তখনই পাশের লুপ লাইন দিয়ে যাচ্ছিল শালিমারমুখী কুরলা এক্সপ্রেস। মালগাড়ির চালকের সিগন্যাল ছিল লাইনের ডান দিকে। আর লুপ লাইনে কুরলা এক্সপ্রেসের জন্য হলুদ সিগন্যাল দেওয়া হয়েছিল বাঁ দিকে। রেলের খবর, মালগাড়ির চালক কুরলার লাইনের সিগন্যালটি দেখে ভুল করে ট্রেন চালিয়ে দেন। পরে ভুল হয়েছে বুঝতে পেরে চালক ইমার্জেন্সি ব্রেক কষে মালগাড়ি থামান। কুরলা এক্সপ্রেস থামিয়ে দেন তার চালক। রক্ষা পান যাত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goods Train Co-driver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE