Advertisement
E-Paper

গীতাপাঠের অনুষ্ঠানের কলেজ থেকে ৪০ হাজার টাকা চাঁদা দাবি, না দেওয়ার নির্দেশ মন্ত্রী বিরবাহার

শুক্রবার সনাতনী ঐক্য মঞ্চের তরফে হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের জন্য চাঁদার বিল ধরায় মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৭
College asked to pay 40,000 rupees for Gita recitation event, Minister Birbaha Hansda instructs college authorities not to pay

গীতা পাঠের অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষকে চাঁদা দিতে নিষেধ করলেন মন্ত্রী বিরবাহা হাঁসদা । ছবি: সংগৃহীত।

গীতাপাঠের অনুষ্ঠানের জন্য সরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে চাওয়া হল মোটা টাকার চাঁদা। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম মানিকপাড়া এলাকায়। ঘটনায় প্রকাশ, শুক্রবার সনাতনী ঐক্য মঞ্চের তরফে হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের জন্য চাঁদার বিল ধরায় মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে। সেই বিলে কলেজ কর্তৃপক্ষের কাছে ৪০ হাজার টাকা চাঁদার দাবি করা হয়েছে। আর সেই চাঁদার রসিদটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই তৈরি হয়েছে বিতর্ক।

ঘটনাচক্রে ওই মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। বিষয়টি জানার পরেই তিনি যোগাযোগ করেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। পুরো বিষয়টি জানার পর ঝাড়গ্রাম বিধায়ক কলেজের অধ্যক্ষকে নির্দেশ দিয়ে বলেন, “ওই বিলের টাকা যেন কোনও ভাবেই ওই সনাতনী ঐক্য মঞ্চকে গীতাপাঠের অনুষ্ঠানের জন্য দেওয়া না হয়।”

পরে বিরবাহা বলেন, “কলেজের অর্থ যেন কলেজের প্রয়োজন এবং উন্নয়নেই খরচ করা হয়। কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে এটাই আমরা দায়িত্ব। তাই আমি কলেজের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছি, যে চাঁদার টাকা যেন কোনও ভাবেই দেওয়া না হয়।” তবে সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ওই ৪০ হাজার টাকার যে বিলটি কলেজে দেওয়া হয়েছে, তাতে কলেজ কর্তৃপক্ষের কাছে চাঁদা চাওয়া হয়নি। বরং কলেজে কর্মরত অধ্যাপক, অধ্যাপিকা, অশিক্ষক-কর্মীদের থেকে সম্মিলিত ভাবে চাঁদা চাওয়া হয়েছে। উল্লেখ্য, ২৭ জানুয়ারি ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানটি হবে।

Birbaha Hansda Gita Path
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy