বুথের পথে কেন্দ্রীয় বাহিনী। ছবি: পিটিআই।
পঞ্চায়েত ভোটের প্রস্তুতি
শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট। ৬০,৫৯৩ বুথে হবে ভোটগ্রহণ। ভোটের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। বুথে বুথে পৌঁছে যাওয়ার কথা বাহিনীর। যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত জটিলতা অব্যাহত রয়েছে। এই অবস্থায় আজ, শুক্রবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতির দিকে নজর থাকবে।
কেমন আছেন মুখ্যমন্ত্রী?
বৃহস্পতিবার পায়ের অস্ত্রোপচার করিয়ে চিকিৎসকদের কথা না-শুনেই বাড়ি ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাসপাতালে না থাকলেও তাঁকে কড়া নিয়মকানুন মেনে চলতে হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, মমতার পায়ের লিগামেন্ট অর্থাৎ পেশিতন্তুর আঘাত সারাতে অস্ত্রোপচার (সার্জিকাল প্রসিডিওর) করতে হয়েছে। তাই আপাতত হাঁটাচলার ক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলতে হবে তাঁকে। পাশাপাশি, বিশ্রামেও থাকতে হবে। এই অবস্থায় আজ মুখ্যমন্ত্রী কেমন থাকেন সে দিকে নজর থাকবে।
আদালতে কুন্তল, তাপস, নীলাদ্রিদের হাজিরা
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, তাপস সাহা, নীলাদ্রি দাসকে গ্রেফতার করেছিল সিবিআই। আজ তাঁদের আদালতে হাজির হতে হবে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।
ভোট ঘিরে রাজ্যের আইনশৃঙ্খলা
পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে বেশ কিছু জায়গায় অশান্তি লেগেই রয়েছে। কিছু রাজনৈতিক সংঘর্ষ চলছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে ৩৮৬টি ঘটনা ঘটেছে। আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এই অবস্থায় ভোট ঘিরে আজ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিকেও নজর থাকবে।
‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত আবেদনের শুনানি
আজ ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত আবেদনের শুনানি রয়েছে। দুপুর নাগাদ এই মামলাটির শুনানি হবে নিম্ন আদালতে। আদালত কোনও নির্দেশ দেয় কি না সে দিকে নজর থাকবে।
মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি
শিবসেনার পর ভাঙন ধরেছে শরদ পওয়ারের দল এনসিপিতেও। রবিবার ৯ জন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিয়েছেন পওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্র বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা অজিত পওয়ার। এখন তাঁর শিবিরে বিধায়ক সংখ্যা আরও বাড়ছে। এই অবস্থায় আজ মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর থাকবে।
অ্যাশেজ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন
আজ অ্যাশেজে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে। এটি দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট। বিকেল সাড়ে ৩টে থেকে খেলাটি শুরু হবে। আজ দ্বিতীয় দিনের খেলার দিকে নজর থাকবে।
উইম্বলডন
উইম্বলডনের আজ চতুর্থ দিনের খেলা রয়েছে। বিকেল সাড়ে ৩টে থেকে এই খেলাটি শুরু হওয়ার কথা।
মণিপুরের পরিস্থিতি
দু'মাসের বেশি সময় ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে ২০০ জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও অশান্তি সেখানে কিছুতেই থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে সেনাও বিক্ষোভের মুখে পড়েছে। এই অবস্থায় মণিপুরের পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
রাজ্যের আবহাওয়া কেমন?
আজও রাজ্যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ গোটা রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে।
টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত
টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। বুধবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে ডেকেছিল ইডি। তিনি যাননি। এই অবস্থায় আজ তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy