Advertisement
E-Paper

শুরু হল মাধ্যমিক, কলকাতার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখলেন নগরপাল

রাজ্যের প্রায় প্রতিটা পরীক্ষাকেন্দ্রেই পুলিশের কড়া নজরদারি রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৩
ছাত্রছাত্রীদের শুভেচ্ছা পুলিশ কমিশনার অনুজ শর্মার। —নিজস্ব চিত্র।

ছাত্রছাত্রীদের শুভেচ্ছা পুলিশ কমিশনার অনুজ শর্মার। —নিজস্ব চিত্র।

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল। মঙ্গলবার বেলা ১২টা থেকে প্রথম ভাষার পরীক্ষা শুরু হয়।

রাজ্যের প্রায় প্রতিটা পরীক্ষাকেন্দ্রেই পুলিশের কড়া নজরদারি রয়েছে। কেন্দ্রের বাইরেও পুলিশ মোতায়েন থাকবে পরীক্ষার দিনগুলিতে।এ বার মোট ১০ লাখ ১৫ হাজার ৮৮৮ জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গত বছরও পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। সেই ঘটনায় অস্বস্তিতে পড়েছিল মধ্য শিক্ষা পর্ষদ। সে কারণে, এ বছর রাজ্যের ৪৩টি ব্লকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বিশেষ নজরদারির জন্য থাকবেন পাঁচ জন পুলিশ আধিকারিক। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি-সহ বৈদ্যুতিন গ্যাজেট ও বইয়ের ব্যাগ রাখা নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়িও নিষিদ্ধ শিক্ষকদের।পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব পরীক্ষাই বাতিল হয়ে যাবে। এ বছর পরীক্ষার্থী কমেছে ৩৩ হাজারের কিছু বেশি।

পরীক্ষা শুরু হওয়ার আগে। —নিজস্ব চিত্র।

আরও পড়ুন: বিদ্রোহ, কেলেঙ্কারি সব ছাপিয়ে তাপসের জন্য রয়ে গেল চোখের জল​

আরও পড়ুন: ‘অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি’, তাপস পালের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৮৩৯।কলকাতার ১৮২টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা চলছে। যে কোনও সমস্যায় পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এ দিন তিনি পরীক্ষা শুরুর আগে, বিভিন্ন কেন্দ্রে গিয়ে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান। অনুজ প্রথমে যান ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে। পরে তিনি সেন্ট লরেন্স হাইস্কুল, কসবা বালিকা বিদ্যালয়েও যান। এ দিন একটি টুইটও করেন তিনি। সেখানে লেখেন, ‘‘কলকাতা পুলিশের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যাতায়াতের পথে যে কোনও রকম সমস্যায় পড়লে ১০০ ডায়লে ফোন করো। আমরা তোমাদের পাশে আছি।’’

Madhyamik Examination School Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy