আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সম্পূর্ণ নথি অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হয়নি বলে ফের আদালতে অভিযোগ উঠল।
প্রসঙ্গত, ওই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে শনি ও রবিবার অভিযুক্তদের আইনজীবীরা নিজাম প্যালেসে মামলার ১৫ হাজার পাতার নথি যাচাই করেন। সোমবার বেলা সাড়ে ১২টায় সিবিআই বিশেষ আদালতে মামলার অভিযুক্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহের আইনজীবীরা বলেন, ‘‘মামলার নথির কোনও তালিকা সিবিআইয়ের তরফে দেওয়া হয়নি। পাশাপাশি অনেক নথি অস্পষ্ট।’’ এর পর বিচারক সিবিআই আইনজীবীদের বলেন, ‘‘সমস্ত নথি বিকেলের মধ্যে অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’’ বিকেল সাড়ে চারটের মধ্যে বাকি নথি আদালতে পেশ করার জন্য সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসারদের নির্দেশ দেন বিচারক। বিকেল সাড়ে চারটে নাগাদ সিবিআইয়ের আইনজীবীরা বিচারককে জানান, বাকি নথি তিনটি পেনড্রাইভের মাধ্যমে অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি বুধবার বলে আদালত সূত্রে খবর।
তবে অভিযুক্ত জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে ও সন্দীপ ঘোষের দেহরক্ষী আশরাফ আলি খানের আইনজীবীদের তরফে নথি না পাওয়ার অভিযোগ করা হয়নি। আশিস পাণ্ডের আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা সাড়ে তিন হাজার পাতা নথি সংগ্রহ করতে পেরেছি এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)