Advertisement
২৪ অক্টোবর ২০২৪
West Bengal

দুই বিধায়কের শপথ-জট অব্যাহত

এই দুই বিধায়কের মধ্যে রয়েছেন বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকার।

রাজভবন।

রাজভবন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২৪ ০৬:১০
Share: Save:

উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ নিয়ে জট কাটল না। রাজভবন থেকে এই সম্পর্কিত একটি জবাবি চিঠি বিধানসভায় পৌঁছলেও তাতে শপথের দিনক্ষণ বা দায়িত্ব সম্পর্কে কিছু বলা হয়নি। বরং, এই মুহূর্তে সব চেয়ে পুরনো মহিলা বিধায়ক, তফসিলি জাতি ও জনজাতির পুরনো প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। প্রসঙ্গত, পরিষদীয় দফতরের বদলে এ বার দুই বিজয়ীর শপথ নিয়ে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছিল বিধানসভা। এই দুই বিধায়কের মধ্যে রয়েছেন বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকার। গত ৪ জুন ভোটের ফল প্রকাশ হলেও এই টানাপড়েনে আটকে রয়েছে তাঁদের শপথ।

অন্য বিষয়গুলি:

West Bengal TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE