আজ, সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বার মালদহ জেলায় একটি চক্রের বিরুদ্ধে সমাজমাধ্যমে প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগ উঠেছিল বলে মনে করিয়ে বিশেষ কড়াকড়ির কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এ বার পরীক্ষার্থীর সংখ্যা ৯,৮৪,৭৫৩ জন। ছাত্র পরীক্ষার্থী ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫, ৯৫ জন। তবে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কোর্টের নির্দেশে আরও ১৮১ জন পরীক্ষার্থী ফর্ম ভরেছিলেন। তাঁদের মধ্যে শনিবার ১৪১ জন অ্যাডমিট কার্ড নিতে এসেছিলেন। সবাইকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। রবিবার যাঁরা ঠিকঠাক কাগজপত্র নিয়ে এসেছেন তাঁদেরও অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে।
গত বারের থেকে এ বছরের পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজারের কিছু বেশি বেড়েছে । মাধ্যমিকে প্রথম দিনের পরীক্ষা প্রথম ভাষার। পরীক্ষা শুরু সকাল এগারোটা থেকে। চলবে দুপুর দুটো পর্যন্ত। মাধ্যমিকের সঙ্গে একই দিনে অর্থাৎ আজই শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল।রবিবার শিক্ষামন্ত্রী বলেন, “গত বার মালদহ জেলায় সমাজমাধ্যমে প্রশ্ন ছড়ানোর চেষ্টা করা একটি দল ধরা পড়েছিল। এ বছর মালদহ জেলায় বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।” মালদহ জেলায় ৩৭ জন অতিরিক্ত কেন্দ্র সুপারভাইজ়ার রাখছে পর্ষদ। তার বাইরেও ১৯টি প্রধান কেন্দ্রে এক জন করে অতিরিক্ত কেন্দ্র সুপারভাইজ়ার থাকছেন। তাঁরা জেলার ১২২টি কেন্দ্রে নজরদারি চালাবেন। জেলা মনিটরিং কমিটির কাছে থাকবে মোবাইল ডিটেক্টর। মাধ্যমিকের মালদহ জেলার আহ্বায়ক বিপ্লব গুপ্ত বলেন, ‘‘জেলায় মাধ্যমিক সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’’মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতর সূত্রেও জানা গিয়েছে, প্রতিটি কেন্দ্রে অন্তত তিনটি করে সিসি ক্যামেরা রাখা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের চার পাশে ৫০০ মিটারের মধ্যে সব ফটোকপির দোকান সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। কেন্দ্রের আশপাশে ইন্টারনেটেও কড়াকড়ি থাকছে বলে বীরভূম জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। যে সব এলাকায় হাতির আনাগোনা রয়েছে, সেখানে পরীক্ষার্থীদের প্রয়োজনে অন্য পথে কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ব্রাত্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য সব ধরনের প্রশাসনিক সাহায্য করা হবে।’’এ বার মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৬৮৩টি। এর মধ্যে সাধারণ পরীক্ষা কেন্দ্র ১৭৩৬টি। প্রধান পরীক্ষা কেন্দ্র ৯৪৭টি। এই বছর মাধ্যমিক চলাকালীন মোবাইল-সহ কেউ ধরা পড়লে তাঁর সব পরীক্ষা বাতিল হয়ে যাবে বলে জানান রামানুজ।
অন্য দিকে, মাদ্রাসা শিক্ষার পর্ষদে সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানিয়েছেন, মোবাইল-সহ ধরা পড়লে ওই পরীক্ষার্থীর পুরো রেজিস্ট্রেশন বাতিল হবে অর্থাৎ ওই পরীক্ষার্থী আর কোনওদিনই মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল দিতে পারবে না।প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীরা সকাল সাড়ে নটায় পরীক্ষার হলে ঢুকতে পারবেন। পরের পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীরা ঢুকবেন সকাল দশটা থেকে। পরীক্ষার্থীদের ১০টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। উত্তরপত্র দেওয়া হবে ১০টা ৫৫ মিনিটে। পরীক্ষার্থীরা লিখতে শুরু করবেন সকাল ১১টা থেকে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পরে আর পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না কোনও পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার প্রথম এক ঘণ্টা পর্যন্ত শৌচাগারেও যাওয়া যাবে না। পরীক্ষা শেষ হওয়ার আগে খাতা জমা দিয়ে বেরিয়ে যেতে হলে প্রশ্নপত্র জমা রেখে বেরোতে হবে। কোনও অভিভাবক পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষার্থীরা যদি কোনও ব্যাগ বা কোনও কিছু সঙ্গে নিয়ে আসেন তাহলে তা অভিভাবকদের দিয়ে দিতে হবে। কোনও পরীক্ষার্থী একা এলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই ক্লোক রুমে ব্যাগ রাখতে পারবেন। পরীক্ষার্থীর সঙ্গে অ্যাডমিট কার্ড বাদে পেনের পাউচ, জলের বোতল থাকলে তা স্বচ্ছ হতে হবে। রাইটিং বোর্ড আনলে সেটাও স্বচ্ছ হতে হবে। কোথাও কোনও নম্বর লেবেল বা স্টিকার যেন না থাকে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)