Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

সৈকত উৎসবে শঙ্খবাদন আজ

নিজস্ব সংবাদদাতা
দিঘা ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:১৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঘোষণামতো বুধবার থেকে পূর্ব মেদিনীপুরের ‘সৈকত উৎসব’ শুরু হলেও সকালে হল না পাঁচ হাজার মহিলার শঙ্খবাদন অনুষ্ঠান। মঙ্গলবার রাতেই এ নিয়ে প্রশাসনের এক নির্দেশিকায় বিভ্রান্তি ছড়ায়। বোঝাপড়ার অভাবেই অনুষ্ঠানটি বাতিল হয় বলে প্রশাসনের একাংশের দাবি। তবে, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং জেলাশাসক রশ্মি কমল জানান, কুয়াশার কারণে ওই অনুষ্ঠান হয়নি। আজ, বৃহস্পতিবার দুপুর ২টোয় হবে অনুষ্ঠানটি।

‘গিনেস বুকে’ নাম তোলার জন্য এ বার নিউ দিঘার ওশিয়ানা ঘাটে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ওই শঙ্খবাদনের ব্যবস্থা করেছিল প্রশাসন। তাতে সামিল হওয়ার কথা বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এ জন্য ওশিয়ানা ঘাটে বসেছে বহু ক্যামেরা, সিসিটিভি। এসেছেন ‘গিনেস বুক’-এর প্রতিনিধিরা। কিন্তু সকালে অনুষ্ঠানটি না-হওয়ায় অনেকে হতাশ হয়ে পড়েন। সন্ধ্যায় নিউ দিঘার পুলিশ হলিডে হোম ময়দানে উৎসবের উদ্বোধন করে পরিবহণমন্ত্রী বলেন, ‘‘আপনারা যে অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, সেই শঙ্খবাদন কর্মসূচি অতিরিক্ত কুয়াশার জন্য জেলা প্রশাসন করতে পারেনি। বৃহস্পতিবার দুপুর ২টোয় করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।’’

জেলাশাসকও জানান, কুয়াশার কারণেই ওই অনুষ্ঠান বাতিল হয়েছে। কুয়াশায় ছবি ভাল হতো না। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার দুপুর ২টোয় অনুষ্ঠান হবে। আমরা গিনেস বুকে নাম তুলতে চাই।’’

Advertisement


Tags:
Conch Digha Suvendu Adhikariশুভেন্দু অধিকারীদিঘাশঙ্খ

আরও পড়ুন

Advertisement