আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এবং পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে রবিবার শহরের দুই থানায় প্রতিবাদ করল কংগ্রেস। বিজয়গড়ে অ্যাপ-ক্যাব চালককে খুনের ঘটনায় অভিযুক্তেরা এখনও কেন অধরা, সেই প্রশ্নে যাদবপুর থানায় বিক্ষোভ দেখিয়েছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়েরা। তাঁরা নিহতের বাড়ি গিয়ে পরিজনদের সঙ্গেও কথাও বলেছেন। প্রদীপের অভিযোগ, “তদন্ত না-করেই পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে। দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে খুনের মামলা দায়ের করতে হবে।” এলাকায় পর পর অপরাধমূলক নানা ঘটনার কথা সামনে রেখে নারকেলডাঙা থানা ঘেরাও করেছিল ২৯ নম্বর ওয়ার্ড কংগ্রেস। সেখানে যোগ দিয়ে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল বলেন, “এখানে অপরাধ বাড়ছে। কিন্তু পুলিশ থানায় ঘুমোচ্ছে!”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)