পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য শাসক দল গা-জোয়ারি করছে, পুলিশ চাপ দিচ্ছে, এই অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনে দফায় দপায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। মুর্শিদাবাদের বড়ঞাঁয় পুলিশের সামনেই বিডিও দফতরে তৃণমূলের বাহিনী কংগ্রেস প্রার্থীদের প্রতীকের ‘ফর্ম বি’ ছিড়ে ফেলেছে বলে অভিযোগ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবারই। ওই ঘটনার প্রতিবাদে বড়ঞাঁয় গিয়ে বিডিও দফতরের সামনে ধর্নায় বসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সন্ধ্যায় কলকাতায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, তপন আগরওয়াল, জেলা সভাপতি সুমন পাল, প্রদীপ প্রসাদ, রানা রায়চৌধুরীদের নেতৃত্বে কংগ্রেস কর্মী-সমর্থকেরা কমিশনের দফতরের সামনে বিক্ষোভে বসেন। তাঁদের অভিযোগ, গণতন্ত্র পুরোপুরি প্রহসনে পরিণত হয়েছে। তার আগে দুপুরেও কমিশনে এক প্রস্ত বিক্ষোভ হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। তাঁদের অভিযোগ, ক্যানিং পশ্চিম ও পূর্বের দুই তৃণমূল বিধায়কের মদতে ওই জেলার নানা জায়গায় মনোনয়ন প্রত্যাহারে সন্ত্রাস হয়েছে। বারুইপুরে এসপি-র দফতরেও বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা জেলা (২) সভাপতি জয়ন্ত দাস, সুমন রায়চৌধুরীরা। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন, ‘‘আমরা চাই, বেশি সংখ্যক প্রার্থী থাকুক। নির্বাচনে বিরোধীদের হারাব। তৃণমূল জোর করে বিরোধীদের কাউকে প্রত্যাহার করাচ্ছে না।’’