রেশন-দুর্নীতির প্রতিবাদে এবং ইডি-র হাতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিককে মন্ত্রিসভা থেকে সরানোর দাবিতে এ বার বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল কংগ্রেস। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পরে বুধবারই রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, বর্তমান বনমন্ত্রীকে আপাতত সরানো হচ্ছে না। বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদাই এখন দফতরের কাজ দেখাশোনা করবেন। মন্ত্রিসভায় জ্যোতিপ্রিয়কে রেখে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভার দু’নম্বর ফটকের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকেরা। বিধানসভার অধিবেশন এখন অবশ্য চালু নেই। বিধানসভার সামনের রাস্তায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বাধে। কিছু ক্ষণ বিক্ষোভ চলার পরে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়। বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, তপন আগরওয়াল, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ প্রমুখ। প্রদীপের বক্তব্য, ‘‘অভিযুক্ত মন্ত্রীকে মন্ত্রিসভায় রেখে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, কোথায় গেল রাজনৈতিক স্বচ্ছতা, মূল্যবোধ, সততা? আমাদের দাবি, কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত মন্ত্রীকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)